Potato Price Hike: রাজ্য জুড়ে ধর্মঘটের ডাক দিলেন আলু ব্যবসায়ীরা,বাজারে আলুর সঙ্কট তৈরি হওয়ার আশঙ্কা

Continues below advertisement

ABP Ananda LIVE: আলু ভর্তি গাড়ি ভিন রাজ্যে যেতে আটকে দেওয়ার অভিযোগে আজ, সোমবার থেকে রাজ্য জুড়ে ধর্মঘটের ডাক দিলেন আলু ব্যবসায়ীরা। ব্যবসায়িক সমিতির কর্মবিরতির ডাকের বিরাট প্রভাব পড়তে পারে আলুর দরে। এমনিতেই বাজারে সব সবজিরই আগুন-দাম। এক লাফে অনেকটাই মহার্ঘ্য হয়েছে আলু। এবার তা আরও বাড়তে পারে বলেই মনে করা হচ্ছে। প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি ডাকা ধর্মঘটের প্রভাবে বন্ধ থাকতে পারে আলু সরবরাহ। উত্তরবঙ্গ থেকে দক্ষিনবঙ্গ, যাঁরা হিমঘর থেকে আলু বের করে বাজারে সরবরাহ করার কাজটি করেন, তাঁরাই কর্মবিরতিতে। তার জেরে রাজ্যের অধিকাংশ হিমঘর থেকে আলু বের করা হয়নি সোমবার। যদিও সিঙ্গুরের রতনপুরে বেশ কিছু আলু ব্যবসার প্রতিষ্ঠান সোমবার খুলেছে। তাদের ব্যবসায়িক কাজকর্ম চলছে। তবে অধিকাংশ প্রতিষ্ঠানে কর্ম বিরতি চলতে থাকলে বাজারে যোগান কমবে আলুর। আর চড়চড়িয়ে চড়বে দাম।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram