Potato Price: রান্নার গ্যাসের সঙ্গে পাল্লা দিয়ে দাম বাড়ছে আলুর, পকেটে টান সাধারণ মানুষের | Bangla News

Continues below advertisement

আরও দাম বাড়ল রান্নার গ্যাসের। এবার হাজার টাকা ছাড়িয়ে গেল রান্নার গ্যাসের দাম। সেই সঙ্গে পাল্লা দিয়ে দাম বাড়ছে আলুরও। বাজারে এবার অগ্নিমূল্য চন্দ্রমুখী আলু। বিক্রি হচ্ছে ৪০ টাকা কেজি দরে। একমাসের মধ্যে চন্দ্রমুখী আলুর দাম বেড়েছে প্রায় ১৫ টাকা। ব্যবসায়ীরা জানিয়েছেন, জোগান কম থাকায় বেড়েছে আলুর দাম।


রান্নার গ্যাসের দাম হাজার টাকা ছাড়ানোয় ফের মোদি সরকারকে তোপ রাহুলের। 'কংগ্রেস জামানায় ২০১৪ সালে রান্নার গ্যাসের দাম ছিল ৪১০ টাকা। ভর্তুকি ছিল ৮২৭ টাকা। বিজেপি জামানায় ২০২২ সালে রান্নার গ্যাসের দাম ৯৯৯ টাকা। ভর্তুকির পরিমাণ শূন্য।' ট্যুইট কংগ্রেস নেতা রাহুল গাঁধীর।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram