Potato Prices Update: ব্যবসায়ীদের কর্মবিরতির তৃতীয় দিনে পাইকারি বাজারে চড়া আলুর দাম

Continues below advertisement

বাইরে আলু রফতানিতে প্রশাসনের নিষেধাজ্ঞার জেরে আন্দোলনে ব্যবসায়ীরা। ব্যবসায়ীদের কর্মবিরতির তৃতীয় দিনে পাইকারি বাজারে চড়া আলুর দাম। আলুর দাম নিয়ন্ত্রণে জেলাশাসকদের সঙ্গে বৈঠক মুখ্যসচিবের। 'হিমঘরে আলু আটকে রাখা যাবে না, প্রয়োজনে হিমঘর অভিযান'।
ডিএম-দের সঙ্গে বৈঠকে কড়া বার্তা মুখ্যসচিবের।

আলু ব্যবসায়ীর কর্মবিরতির জেরে জোগান কম। ফলে ক্রমশ বাড়ছে আলুর দাম। ক্রেতা থেকে বিক্রেতা, সমস্যায় সবপক্ষই।

পুজো নিয়ে কড়াকড়ি, ষড়যন্ত্রের অভিযোগ বিজেপি নেতা সজল ঘোষের। ষড়যন্ত্রের অভিযোগ সন্তোষ মিত্র স্কোয়ার পুজো কমিটির সম্পাদক সজল ঘোষের। ১৮ জুলাই সন্তোষ মিত্র স্কোয়ার পুজো কমিটিকে নোটিস মুচিপাড়া থানার। পুজো নিয়ে গতকাল একগুচ্ছ নির্দেশ দেন মুখ্যমন্ত্রী
মুখ্য়মন্ত্রীর বৈঠকের আগেই কীভাবে পুলিশের নোটিস? প্রশ্ন সজলের। 'নোটিসে ভিড় সামলানো থেকে মেলার স্থান পরিবর্তন নিয়ে নির্দেশিকা'।
'সন্তোষ মিত্র স্কোয়ার ছাড়া অন্য কোনও পুজো কমিটিকে নোটিস দেওয়া হয়নি'। পুলিশকে ব্যবহার করে চক্রান্ত, অভিযোগ সজল ঘোষের। 'দর্শনার্থীদের সুরক্ষার কথা মাথায় রেখেই সন্তোষ মিত্র স্কোয়ার পুজো কমিটিকে নোটিস'। 'কলকাতার সব বড় পুজো উদ্যোক্তাদের সঙ্গে পুলিশ রুটিন মাফিক এই কাজ করে থাকে'। 'পুজো কমিটির কোন আপত্তি থাকলে থানার আধিকারিকের সঙ্গে কথা বলতে পারে'। জানিয়েছেন ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায়।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram