Pradip Bhattacharya: কংগ্রেসের বিরোধীদের হয়ে প্রশ্ন করতে আসে কংগ্রেসের আইনজীবী নেতারা : প্রদী[প ভট্টাচার্য।Bangla News
Continues below advertisement
হাইকোর্টে কংগ্রেসপন্থী আইনজীবীদেরই বিক্ষোভের মুখে চিদম্বরম। কলকাতা হাইকোর্টে পি চিদম্বরমকে ঘিরে বিক্ষোভ। কংগ্রেস নেতা চিদম্বরমকে ঘিরে বিক্ষোভ কংগ্রেসপন্থী আইনজীবীদের। মেট্রো ডেয়ারি মামলায় কেভেন্টার্সের হয়ে কেন সওয়াল চিদম্বরমের? কেভেন্টার্সের হয়ে সওয়াল করায় চিদম্বরমকে ঘিরে বিক্ষোভ। হাইকোর্টে মেট্রো ডেয়ারি-মামলা করেন অধীর চৌধুরী। এই প্রসঙ্গে কংগ্রস সাংসদ প্রদীপ ভট্টাচার্য বলেন, “এটা আমরা দেখছি অনেক সময় অনেক অভিজ্ঞ নেতা আছেন যারা কংগ্রস নেতা হিসেবে খুবই সুপ্রতিষ্ঠিত, তাঁরা আইনজ্ঞ হিসেবেও সুপ্রতিষ্ঠিত। এবং তাঁরা কখনও কখনও তাদের হয়ে কাজ করতে আসেন যারা কংগ্রেসের বিরোধী। সুতরাং কংগ্রেস কর্মীদের একটা ক্ষোভ তৈরি হয়েই থাকে। যে আমরা যাদের বিরুদ্ধে লড়াই করছি তাদের সমর্থনে কেন আমাদের নেতারা আসবেন সাওয়াল করার জন্য।“
Continues below advertisement
Tags :
Congress ABP Ananda P Chidambaram High Court Calcutta High Court Adhir Chowdhury ABP Ananda Bengali News ABP Ananda Digital ABP Ananda LIVE Ajker Khobor Bangla Khabar Bangla News Bangla News Live Bengali News Bengali News Live Khabar Bangla News Khobor Bangla Live News Bangla এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ Pradip Bhattacharya Keventers Kaustav Bagchi এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ কংগ্রেস অধীর চৌধুরী প্রদীপ ভট্টাচার্য Keventers Case পি চিদাম্বরম