SSC Scam: নিয়োগ দুর্নীতি মামলায় চন্দন মণ্ডল-সহ ৬ এজেন্টকে গ্রেফতারের পর সিবিআইয়ের নজরে প্রসন্ন রায়। ABP Ananada Live

Continues below advertisement

নিয়োগ দুর্নীতি মামলায় চন্দন মণ্ডল-সহ ৬ এজেন্টকে গ্রেফতারের পর সিবিআইয়ের নজরে প্রসন্ন রায়। SSC-র প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিন্হা ঘনিষ্ঠ মিডলম্যান প্রসন্ন ও তাঁর আত্মীয়দের ৩৫০টি সম্পত্তির হদিশ। ট্রাভেল এজেন্সি চালানো প্রসন্ন কোথা থেকে এত টাকা পেলেন? তবে কি নিয়োগ দুর্নীতির টাকাতে এই বেনামি সম্পত্তি কেনা হয়েছিল? উত্তর খুঁজছে সিবিআই। কেন্দ্রীয় এজেন্সির দাবি, চন্দন মণ্ডল-সহ ধৃত ৬ জনের টাকা প্রসন্নর মাধ্যমে পৌঁছত প্রভাবশালীদের কাছে। চন্দনের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে মোটা অঙ্কের টাকা ঢুকত মিডলম্যান প্রসন্ন রায়ের অ্যাকাউন্টে, দাবি সিবিআইয়ের।এমনকি প্রসন্নর স্ত্রীর অ্যাকাউন্টেও টাকা গেছে, খবর সিবিআই সূত্রে
কোনও চাকরিপ্রার্থী সরাসরি প্রসন্নর অ্যাকাউন্টে টাকা পাঠিয়েছেন বলেও দাবি সিবিআইয়ের । সিবিআই সূত্রে খবর, এখনও পর্যন্ত ২২টি অ্যাকাউন্টে সন্দেহজনক লেনদেন নজরে এসেছে। অ্যাকাউন্টে টাকা পাঠানোর পাশাপাশি, হাতে হাতে পৌঁছে দেওয়া হত বিপুল পরিমাণ নগদ, দাবি সিবিআইয়ের 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram