CID: জিজ্ঞাসাবাদের নামে সিআইডির বিরুদ্ধে হেনস্থার অভিযোগ প্রতাপচন্দ্র দে-র। ABP Ananda Live

Continues below advertisement

Amrita Sinha: জিজ্ঞাসাবাদের নামে সিআইডির (CID) বিরুদ্ধে হেনস্থার অভিযোগ প্রতাপচন্দ্র দে-র (Pratap Chandra Dey)। জিজ্ঞাসাবাদের নামে শুধুই স্ত্রী এবং ব্যক্তিগত তথ্য নিয়ে প্রশ্নের অভিযোগ। 'অফিসাররা বলেন, মামলা নিয়ে নয়, শুধু স্ত্রী সংক্রান্ত প্রশ্নের জবাব চান'। সম্পত্তি-বিবাদ মামলায় জিজ্ঞাসাবাদ নিয়ে দাবি বিচারপতির আইনজীবী স্বামীর। সম্পত্তি-বিবাদ মামলায় বিচারপতির স্বামীর অভিযোগ, পাল্টা দাবি সিআইডির (CID) । বিচারপতি অমৃতা সিন্হার  (Amrita আইনজীবী স্বামীর অভিযোগ খারিজ সিআইডির । 'চিঠিতে অভিযোগ তুলে অফিসারদের ভাবমূর্তি কালিমালিপ্ত করার চেষ্টা'। তদন্ত সম্পর্কে অপবাদ দেওয়া এবং বিভ্রান্ত করার পাল্টা অভিযোগ সিআইডির। 'বিধাননগর দক্ষিণ থানায় রুজু হওয়া মামলার ভিত্তিতে প্রতাপচন্দ্রকে প্রশ্ন'। 'তদন্তকারী এজেন্সির হাতে যে প্রমাণ, তা নিয়েও জিজ্ঞাসাবাদ করা হয়েছিল'। বিচারপতি সিন্হার আইনজীবী স্বামীর অভিযোগ উড়িয়ে দাবি সিআইডির । 'সিআইডির বিরুদ্ধে বিপুল টাকা, দামি গাড়ি-সহ নানা প্রস্তাব দেওয়া হয়েছিল'। 'এমন সব প্রস্তাব, যা বলতে আমার লজ্জা করছে'। পরামর্শমতো বয়ান না দিলে, মারাত্মক পরিণতির হুমকি দেওয়ার অভিযোগ। সিআইডি অফিসারদের বিরুদ্ধে স্ত্রী-মেয়েকেও হুমকি দেওয়ার অভিযোগ প্রতাপচন্দ্র দে-র। 'অফিসাররা স্পষ্ট করে দেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশেই সব হচ্ছে'। না হলে পরিবারকে শেষ করে দেওয়ারও হুমকি পাওয়ার অভিযোগ বিচারপতির স্বামীর। 'অডিও-ভিডিও রেকর্ডিং-ফুটেজ পেলে অভিযোগের সত্যতা বোঝা যাবে'। সুপ্রিম কোর্টের সামনে সব তথ্য রেখে তদন্ত চালিয়ে যাচ্ছে এজেন্সি। 'শুধু সিআইডির ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা নয়, অভিমুখ ঘুরিয়ে দেওয়ারও চেষ্টা'। বিচারপতি সিন্হার স্বামীর অভিযোগ উড়িয়ে পাল্টা অভিযোগ সিআইডির। ABP Ananda Live 

 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram