President: দু’দিনের সফরে আজ কলকাতায় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু
দু’দিনের সফরে আজ কলকাতায় আসছেন রাষ্ট্রপতি (president) দ্রৌপদী মুর্মু।
কালও তাঁর একাধিক কর্মসূচি রয়েছে। রাষ্ট্রপতির সফর উপলক্ষ্যে সপ্তাহের প্রথম দু’দিন কলকাতার একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ করা হবে। আজ বেলা সোয়া ১২টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে উত্তর এবং দক্ষিণমুখী খিদিরপুর রোড, এজেসি বোস রোড, হসপিটাল রোড, এটিএম রোড। বিকল্প পথ সেন্ট জর্জেস গেট রোড-স্ট্র্যান্ড রোড, এজেসি বোস উড়ালপুল, পশ্চিমমুখী এজেসি বোস রোড, ডিএল খান রোড এবং শরৎ বোস রোড। দুপুর ১টা থেকে ২টো পর্যন্ত যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে উত্তর এবং দক্ষিণমুখী রেড রোড, রানি রাসমণি অ্যাভিনিউ, সেন্ট্রাল অ্যাভিনিউতে গিরিশ পার্ক এবং এসপ্ল্যানেড মোড়, রবীন্দ্র সরণি থেকে সিআর অ্যাভিনিউ পর্যন্ত বিবেকানন্দ রোড, বি বি গাঙ্গুলি স্ট্রিট। বিকল্প রাস্তা মেয়ো রোড, ডাফরিন রোড, আউট্রাম
রোড, স্ট্র্যান্ড রোড, জওহরলাল নেহরু রোড, আমহার্স্ট স্ট্রিট, বিবি গাঙ্গুলি স্ট্রিট, নির্মল চন্দ্র স্ট্রিট, কলেজ স্ট্রিট, বিধান সরণি, বিডন
স্ট্রিট, এপিসি রোড, এজেসি বোস রোড ও গণেশচন্দ্র অ্যাভিনিউ। আজ বিকেল সাড়ে ৪টে থেকে সন্ধে ৬টা ১০ মিনিট পর্যন্ত যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে রানি রাসমণি অ্যাভিনিউ এবং অকল্যান্ড রোডে। বিকল্প পথ জওহরলাল নেহরু রোড ও কিরণশঙ্কর রায় রোড দিয়ে যান চলাচল করবে।