Scam : টেট পাস না করেই ৬ বছর শিক্ষকতা ! চাকরি গেল ৯৪ জন 'অযোগ্য' প্রাথমিক শিক্ষকের।ABP Ananda Live
Primary Recruitment Scam : টেটে পাস করতে পারেননি। তারপরও ৬ বছর ধরে চাকরি করছিলেন প্রাথমিক শিক্ষকের ! আদালত নির্দেশ দিয়েছিল আগেই। সেইমতো এবার ২০১৭ সালে পাওয়া ৯৪ জনের নিয়োগপত্র বাতিল করল প্রাথমিক শিক্ষা পর্ষদ। সূত্রের খবর, ইতিমধ্যে জেলা বিদ্যালয় শিক্ষা সংসদের চেয়ারম্যানদের নিয়োগ পত্র বাতিলের নির্দেশ দেওয়া হয়েছে।