Kolkata News: প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় ১২ সেপ্টেম্বর, ED আদালতে আত্মসমর্পণের নির্দেশ

ABP Ananda LIve: প্রাথমিকে নিয়োগ ‘দুর্নীতি’র অভিযোগে ED-র করা মামলায়,  এবার আরও চাপে, কারামন্ত্রী ও বোলপুরের তৃণমূল বিধায়ক চন্দ্রনাথ সিংহ। তাঁর বিরুদ্ধে রাজ্যপালের দেওয়া অনুমতিপত্র পেশ করা হল ED-র বিশেষ আদালতে। আগামী ১২ সেপ্টেম্বর, চন্দ্রনাথ সিনহাকে আদালতে আত্মসমর্পণ করার নির্দেশ দিয়েছেন ED-র বিশেষ আদালতের বিচারক শুভেনদু সাহা। নিয়ম অনুযায়ী, কোনও মন্ত্রীর বিরুদ্ধে চার্জশিট জমা করলে, বিচারপ্রক্রিয়া শুরুর জন্য কিংবা, আদালতের তরফে ওই চার্জশিট গ্রহণের জন্য রাজ্যপালের অনুমতি নিতে হয়। বুধবার, মামলারই শুনানিতে, সেই অনুমতিপত্রই আদালতে জমা করে ED. ফলে, বিচারপ্রক্রিয়া শুরুর ক্ষেত্রে আর কোনও বাধা থাকল না। এদিন মামলা চলাকালীন, ED-র আইনজীবীর উদ্দেশে বিচারক শুভেনদু সাহা প্রশ্ন করেন, চন্দ্রনাথ সিনহার বিরুদ্ধে, সমন জারি করতে কত সময় লাগবে? তাঁর বাড়ির ঠিকানা কোথায়? উত্তরে ED-র আইনজীবী জানান, বোলপুরে মন্ত্রীর বাড়ি। সমন জারি করতে ১৫ দিন সময় লাগবে। এরপর, ১৫ দিনের মধ্যে ED-কে মন্ত্রীর বোলপুরের বাড়ির ঠিকানায় সমন জারি করার নির্দেশ দেন বিচারক শুভেন্দু সাহা। 

 

মিড ডে মিলে দুর্নীতির অভিযোগ, বাঁকুড়ার স্কুলে তুলকালাম

 বাস্তবে যত পড়ুয়া মিড ডে মিল খায়, তার চেয়ে সংখ্যা অনেক বেশি দেখিয়ে মিড ডে মিল খাতে বরাদ্দ সরকারি অর্থ তছরুপের অভিযোগ। তা নিয়ে তুলকালাম বাধল বাঁকুড়ার গঙ্গাজলঘাটির লছমনপুর পরমহংস যোগানন্দ বিদ্যাপীঠে। অভিভাবকদের বিক্ষোভের মুখে পড়ে মিড ডে মিল খাতে অতিরিক্ত টাকা আদায়ের কথা স্বীকার করে নিয়েছেন প্রধান শিক্ষক। যদিও টাকা তছরুপের অভিযোগ মানতে চাননি তিনি। 

মিড ডে মিল খাতে বরাদ্দ সরকারি অর্থ তছরুপের অভিযোগ উঠল বাঁকুড়ার গঙ্গাজলঘাটি ব্লকের লছমনপুর পরমহংস যোগানন্দ বিদ্যাপীঠে। বেনিয়মের অভিযোগে প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিক্ষোভ দেখান অভিভাবকরা। বিক্ষোভকারী অভিভাবক অভিজিৎ মাজি বলেন, "এখানে মিড ডে মিলে দুর্নীতি হচ্ছে। প্রধান শিক্ষক মহাশয়কে জিজ্ঞেস করেছিলাম, খাতা দেখতে চেয়েছিলাম। তখন উনি যে হিসাব আমাদের দেখিয়েছিলেন, তাতে ২ লক্ষ ৪০ হাজার টাকার মতো দুর্নীতির হিসেব পেয়েছি।'' আরেক বিক্ষোভকারী অভিভাবক প্রশান্ত লায়েক বলেন, "স্কুলে মিড ডে মিল খাওয়া সটুডেন্ট হচ্ছে ৩০০। সরকারকে হাজিরা দেখিয়েছেন ২৮০-২৯০, ২৫০। কিনতু আসলে খাচ্ছে ৫০, ৬০, ৭০, ৮০, ৯০, এরকম করে খেয়েছে। তার যে একটা অ্যামাউন্ট সরকার থেকে নিয়েছেন, সেই টাকাটা উনি অস্বীকার করছেন।''

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola