Abhishek Banerjee : সংবিধান সংশোধনী বিলের নামে প্রতিহিংসার অভিযোগে কেন্দ্রকে চ্যালেঞ্জ অভিষেকের
ABP Ananda Live: জেলে থেকেও মন্ত্রী। এর উদাহরণ আছে এ রাজ্যেও। চিটফান্ড কেলেঙ্কারিতে গ্রেফতার হওয়ার পরেও ক্রীড়া ও পরিবহণমন্ত্রী ছিলেন মদন মিত্র। তাঁকে সরাবেন না বলে জানিয়ে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হওয়ার ৫ দিনের মাথায় মন্ত্রিত্ব থেকে সরানো হয় পার্থ চট্টোপাধ্যায়কে। গ্রেফতার হওয়ার পরেও প্রায় সাড়ে ৩ মাস মন্ত্রী ছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক। এনিয়ে সুকান্ত মজুমদার কটাক্ষ করে বলেছেন, "আমি বুঝতে পারছি, তৃণমূল কংগ্রেসের ভয়ের কারণ আছে। তৃণমূল যে হারে দুর্নীতি করেছে, ওই পরিমাণ দুর্নীতির জন্য় তো তৃণমূলের সব নেতাদেরই জেলের ভিতরে থাকার কথা।" পাল্টা চ্য়ালেঞ্জ ছুঁড়ে অভিষেক বন্দ্য়োপাধ্য়ায় বলেছেন, "প্রভিশন আনুন, যদি ১৫ দিনের মধ্যে আপনি তাঁকে দোষী প্রমাণ করতে না পারেন, তাহলে যতদিন তাঁকে জেল খাটাবেন, তার থেকে ডবল, দ্বিগুণ জেল খাটবে তারা। আপনি প্রভিশন আনুন, তৃণমূল বিল সমর্থন করবে। দেখি, আপনার কত দম রয়েছে। কত ছাপ্পান্ন ইঞ্চি ছাতি।"
মিড ডে মিলে দুর্নীতির অভিযোগ, বাঁকুড়ার স্কুলে তুলকালাম
বাস্তবে যত পড়ুয়া মিড ডে মিল খায়, তার চেয়ে সংখ্যা অনেক বেশি দেখিয়ে মিড ডে মিল খাতে বরাদ্দ সরকারি অর্থ তছরুপের অভিযোগ। তা নিয়ে তুলকালাম বাধল বাঁকুড়ার গঙ্গাজলঘাটির লছমনপুর পরমহংস যোগানন্দ বিদ্যাপীঠে। অভিভাবকদের বিক্ষোভের মুখে পড়ে মিড ডে মিল খাতে অতিরিক্ত টাকা আদায়ের কথা স্বীকার করে নিয়েছেন প্রধান শিক্ষক। যদিও টাকা তছরুপের অভিযোগ মানতে চাননি তিনি।
মিড ডে মিল খাতে বরাদ্দ সরকারি অর্থ তছরুপের অভিযোগ উঠল বাঁকুড়ার গঙ্গাজলঘাটি ব্লকের লছমনপুর পরমহংস যোগানন্দ বিদ্যাপীঠে। বেনিয়মের অভিযোগে প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিক্ষোভ দেখান অভিভাবকরা। বিক্ষোভকারী অভিভাবক অভিজিৎ মাজি বলেন, "এখানে মিড ডে মিলে দুর্নীতি হচ্ছে। প্রধান শিক্ষক মহাশয়কে জিজ্ঞেস করেছিলাম, খাতা দেখতে চেয়েছিলাম। তখন উনি যে হিসাব আমাদের দেখিয়েছিলেন, তাতে ২ লক্ষ ৪০ হাজার টাকার মতো দুর্নীতির হিসেব পেয়েছি।'' আরেক বিক্ষোভকারী অভিভাবক প্রশান্ত লায়েক বলেন, "স্কুলে মিড ডে মিল খাওয়া সটুডেন্ট হচ্ছে ৩০০। সরকারকে হাজিরা দেখিয়েছেন ২৮০-২৯০, ২৫০। কিনতু আসলে খাচ্ছে ৫০, ৬০, ৭০, ৮০, ৯০, এরকম করে খেয়েছে। তার যে একটা অ্যামাউন্ট সরকার থেকে নিয়েছেন, সেই টাকাটা উনি অস্বীকার করছেন।''