Gaganyaan Mission: ভারতের হয়ে ‘গগনযানে’ চেপে মহাকাশে, চার নভোচারীর নাম প্রকাশ করলেন প্রধানমন্ত্রী মোদি
Continues below advertisement
গগনযান মিশনের (Gaganayan Mission) জন্য মনোনীত চারজন মহাকাশচারীর নাম ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) ৷ তিনি মঙ্গলবার জানান, গগনযানে চেপে মহাকাশে পাড়ি দেবেন প্রশান্ত নায়ার, অঙ্গদ প্রতাপ, অজিত কৃষ্ণাণ এবং শুভাংশু শুক্ল৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মঙ্গলবার থুম্বাতে বিক্রম সারাভাই স্পেস সেন্টারে ইসরোর ৩টি বড় মহাকাশ পরিকাঠামো প্রকল্পের উদ্বোধন করেন ৷ প্রধানমন্ত্রী তাঁর এই সফরের সময় ইসরোর গগনযান মানব মহাকাশযাত্রা কর্মসূচিরও পর্যালোচনা করেন ।
Continues below advertisement