ঘণ্টাখানেক সঙ্গে সুমন: পর্ব ২ (০৮.০৮.২২):ইডির স্ক্যানারে হাফ ডজন মন্ত্রী-সহ ১৯ হেভিওয়েটের সম্পত্তি।  নেতাদের সম্পত্তি ‘বৃদ্ধি’র মামলায় প্রধান বিচারপতির নির্দেশ ঘিরে তোলপাড়।

Continues below advertisement

ঘণ্টাখানেক সঙ্গে সুমন: উডবার্ন বুক করেও হল না শেষরক্ষা, কেষ্টকে ফেরাল এসএসকেএম। ভর্তির প্রয়োজনই নেই, এসএসকেএমের গলায় এইমসের সুর।  খাস এসএসকেএমে ‘গরু চোর’ বলে বিদ্রুপ শুনতে হল অনুব্রতর। ইডির স্ক্যানারে হাফ ডজন মন্ত্রী-সহ ১৯ হেভিওয়েটের সম্পত্তি।  নেতাদের সম্পত্তি ‘বৃদ্ধি’র মামলায় প্রধান বিচারপতির নির্দেশ ঘিরে তোলপাড়। তোলাবাজি মামলায় ইডির ডেপুটি ডিরেক্টরকে ডাকল পুলিশ। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram