DA Protest: বকেয়া DA-র দাবিতে হাজরা মোড় থেকে আন্দোলনকারীদের মহামিছিল | ABP Ananda LIVE

Continues below advertisement

DA Protest: ডিএ-আন্দোলনের শততম দিন। হাজরা মোড় থেকে আন্দোলনকারীদের মিছিল।কড়া পুলিশি বন্দোবস্ত। স্লোগানে মুখরিত রাজপথ, ১২ বছর পর বিরোধীদের মিছিল হরিশ মুখার্জি রোডে। মুখ্যমন্ত্রী ও অভিষেকের বাড়ির সামনে পুলিশি পাহারা। মহামিছিলে পা মেলালেন বহু মানুষ।টানা ১২ বছর পর হরিশ মুখার্জি রোডে মিছিলের অনুমতি। রাজ্যের মুখ্যমন্ত্রীর পাড়া দিয়ে মিছিল পেরলো শান্তিপূর্ণ ভাবেই। মিছিলের স্লোগানের আওয়াজ চাপা দিতে রাস্তাজুড়ে মাইক লাগিয়ে উচ্চস্বরে রবীন্দ্রসংগীত বাজানোর অভিযোগ উঠল প্রশাসনের বিরুদ্ধে। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram