Awas Yojna: নামের তালিকায় গরমিল ও স্বজনপোষণের অভিযোগে BDO অফিস ঘেরাও করে বিক্ষোভ | ABP Ananda LIVE
ABP Ananda Live: আবাস যোজনায় সমীক্ষার কাজ শুরু হতেই দিকে দিকে ক্ষোভ-বিক্ষোভ। এবার দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুর ২ নম্বর ব্লকের রায়দিঘিতে বিক্ষোভ। নামের তালিকায় গরমিল ও স্বজনপোষণের অভিযোগে BDO অফিস ঘেরাও করে বিক্ষোভ একাধিক গ্রামের বাসিন্দাদের।
আরও খবর..
দেবীর অপার মহিমা। তাঁকে ডাকলে পাওয়া যায় সবকিছু। তবে তাঁকে তুষ্ট করতে হলে মানতে হয় একাধিক নিয়ম। কোচবিহারের এই পুজো ঘিরে রয়েছে প্রাচীন ইতিহাস। মাকে সাজাতে লাগে ১০৮ টি সোনা এবং রুপোর মুণ্ডমালা।পুজোর রাতেই মাকে নিবেদন করা হয় শোল মাছ পোড়া।
তৃণমূলের বিজয়া সম্মিলনীতে ডাক পেলেন না বিধায়ক জীবনকৃষ্ণ সাহা। শিক্ষা দুর্নীতি মামলায় জেল খেটে সুপ্রিম কোর্টের নির্দেশে জামিন পেয়েছেন জীবনকৃষ্ণ। জেলমুক্তির পর বিধায়ককে নিয়ে দলের অবস্থান স্পষ্ট করে দিয়েছেন বড়ঞার ব্লক সহ সভাপতি মঞ্চে দাঁড়িয়ে তাঁর ঘোষণা, যতদিন পদে আছেন, শুধুমাত্র কাগজে সই-সাবুদ করবেন বিধায়ক জীবনকৃষ্ণ সাহা। দলের সাংগঠনিক কাজে তাঁকে ব্যবহার না করার নির্দেশ রয়েছে। গতকাল মুর্শিদাবাদের বড়ঞায় বিজয়া সম্মিলনীর আয়োজন করেছিল তৃণমূল নেতৃত্ব।