Provident Fund: দুয়ারে 'পিএফ' শিবির! চাকরিজীবীদের সুবিধার্থে প্রতি ব্লকে ব্লকে আসছে এই সুবিধা?

Continues below advertisement

বাংলায় যেমন নানা সরকারি প্রকল্পের পরিষেবা পৌঁছে দিতে চালু আছে দুয়ারে সরকার, তেমনই নানা সরকারি ও বেসরকারি সংস্থায় কর্মরত কর্মীদের প্রভিডেন্ট ফান্ড সংক্রান্ত সমস্যার সমাধানে, কেন্দ্রীয় সরকারের রযেছে 'নিধি আপকে নিকট প্রকল্প'। ২০২৩ সালের ২৭ জানুয়ারি শুরু হওয়া এই প্রকল্পের বর্ষপূর্তিতে, সোমবার সকালে ই এম বাইপাসের একটি ক্লাবে বসেছিল বিশেষ শিবির। সেখানে পশ্চিমবঙ্গে নিযুক্ত প্রভিডেন্ট ফান্ড দফতরের কর্তা ও আধিকারিকরা, তিন ঘণ্টা ধরে চাকরিজীবী ও কর্মীদের পিএফ সংক্রান্ত নানা প্রশ্নের জবাব দিলেন এবং তাৎক্ষণিক সমাধান করলেন অনেক সমস্যার। পশ্চিমবঙ্গ, সিকিম এবং আন্দামান-নিকোবরের ৩২টি জেলায়, প্রতিমাসের ২৭ তারিখ এই শিবিরের আয়োজন করা হয়। আগামীদিনে প্রতি ব্লকে এমন শিবির করার পরিকল্পনা রয়েছে। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram