Koushiki Amavasya : আজ কৌশিকী অমাবস্যা, তারাপীঠে শুরু মা তারার বিশেষ পুজো
Continues below advertisement
আজ কৌশিকী অমাবস্য়া। ভোর ৪.৩২ মিনিটে অমাবস্যা লাগার সঙ্গে-সঙ্গেই তারাপীঠে শুরু হয় মা তারার বিশেষ পুজো। পুজোর সূচনা হয় মঙ্গলারোতির মাধ্যমে। কৌশিকী অমাবস্যা উপলক্ষে তারাপীঠে ভক্তের ঢল। সাধক বামা ক্ষাপা এই তিথিতেই সিদ্ধি লাভ করেন। কৌশিকী অমাবস্য়ার রাতকে তারা রাত্রিও বলা হয়।
Continues below advertisement