Pura Yuddha (Seg 3): পুরভোটে বহিরাগত অভিযোগে উত্তপ্ত বিধাননগর, দফায় দফায় উত্তেজনা | Bangla News

Continues below advertisement

বিধাননগরে ২৬ নং ওয়ার্ডে কৃষ্ণপুর এলাকায় বামেদের অভিযোগ, এই কেন্দ্রে বহিরাগত আসছে। নিয়ম ও খাবার দেওয়ার অজুহাতে তারা বুথের ভিতর ঢুকে ভোটারদের প্রভাবিত করছে। বামপ্রার্থীর অভিযোগ, তৃণমূলের এজেন্টরা গেটের সামনে দাঁড়িয়ে আছে। তিনি বলেন, "সাধারণ মানুষকে তৃণমূলের পক্ষে ভোট দেওয়ার জন্য প্রভাবিত করা হচ্ছে। আমি প্রতিবাদ করায় আমাকে হুমকি দেওয়া হয়।"

বিধাননগরের ৩৭ নম্বর ওয়ার্ডের LA ব্লকে দফায় দফায় উত্তেজনা। ১১ নম্বর বুথে রিজার্ভ ব্যাঙ্কের আবাসন চত্বরে বিজেপি প্রার্থী প্রমিতা সাহার সঙ্গে তৃণমূল প্রার্থী মিনু দাস চক্রবর্তীর হাতাহাতি। বুথের ভিতর বহিরাগতদের ঢোকানোর অভিযোগ তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার তৃণমূলের। এই ঘটনায় রিপোর্ট চাইল কমিশন। রিটার্নিং অফিসারকে জানাতে নির্দেশ। এরপর কেবিকেসি ব্লকেও বচসায় জড়ান তৃণমূল ও বিজেপি প্রার্থী।

বিধাননগরের (Bidhannagar) ৩১ নং ওয়ার্ডের হেভিওয়েট তৃণমূল প্রার্থী সব্যসাচী দত্ত (Sabyasachi Dutta) বলেন, "শান্তিপূর্ণ ভোট চলছে। নির্বাচন কমিশন ক্ষমতা প্রয়োগ করে দেখিয়ে দিয়েছে, তারা নির্বাচন করতে পারে। বুথে দরজা খুলে বহিরাগতদের ঢোকানো হচ্ছে কি না, তা বুথের প্রিসাইডিং অফিসার দেখবেন। বহিরাগতদের অভিযোগ তুলে বিজেপি মিডিয়ার মাধ্যমে বেঁচে থাকতে চাইছে।"

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram