পুর-যুদ্ধ (Seg 5): TMC-BJP-র দুই মহিলা প্রার্থীর ব্যাপক মারপিটে উত্তেজনা বিধাননগরে | Bangla News
আসানসোলের ২১ নম্বর ওয়ার্ডের ধাদকা এলাকায় এনসি লাহিড়ি বিদ্যামন্দির। সশস্ত্র দেহরক্ষী নিয়ে বুথের ১০০ মিটারের ঢুকে পড়ার অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির বিরুদ্ধে। আপত্তি জানানোয় বাহিনী ছেড়ে দিয়ে বুথের ১০০ মিটারের বাইরে বসার দাবি বিজেপি নেতার।
বিধাননগরের ৩৭ নম্বর ওয়ার্ডের LA ব্লকে দফায় দফায় উত্তেজনা। ১১ নম্বর বুথে রিজার্ভ ব্যাঙ্কের আবাসন চত্বরে বিজেপি প্রার্থী প্রমিতা সাহার সঙ্গে তৃণমূল প্রার্থী মিনু দাস চক্রবর্তীর হাতাহাতি। বুথের ভিতর বহিরাগতদের ঢোকানোর অভিযোগ তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার তৃণমূলের। এই ঘটনায় রিপোর্ট চাইল কমিশন। রিটার্নিং অফিসারকে জানাতে নির্দেশ। এরপর কেবিকেসি ব্লকেও বচসায় জড়ান তৃণমূল ও বিজেপি প্রার্থী।
বিধাননগরের (Bidhannagar) ২৭ নম্বর ওয়ার্ডের চঞ্চলকুমারী বালিকা বিদ্যালয়ের বুথের লাইনে দাঁড়িয়ে ভুয়ো ভোটার। নাম জিজ্ঞাসা করায় প্রথমে জানান রঞ্জিত দাস। অথচ ভোটার স্লিপে লেখা দেবাশিস ঘোষ। প্রশ্ন করায় নিজেকে একইসঙ্গে রঞ্জিত দাস ও দেবাশিস ঘোষ বলে পরিচয় দিয়ে সেখান থেকে একরকম পালিয়েই যান ভুয়ো ভোটার। স্থানীয় তৃণমূল কর্মীদের দাবি, ওই ব্যক্তি বুথ কোথায় জানতে চাওয়ায় তাঁরা শুধু দেখিয়ে দিয়েছেন।