KMC Election 2021: পুর-যুদ্ধ (Seg 4): ৬৭ নম্বর ওয়ার্ডে CPM এজেন্টের বাড়ি গিয়ে প্রাণনাশের 'হুমকি'| Bangla News

Continues below advertisement

ভোট শুরু হওয়ার দুই ঘণ্টার মধ্যেই উল্টোডাঙায় ১৩ নম্বর ওয়ার্ডে সিপিএম (CPM) প্রার্থী বিরতি দত্তকে হেনস্থার অভিযোগ। অভিযোগ উঠছে তৃণমূলের (TMC) বিরুদ্ধে। যদিও এই ঘটনায় কোনও প্রতিক্রিয়া মেলেনি শাসক শিবিরের।

একইসঙ্গে, কসবা (Kasba) বোসপুকুর এলাকায় ৬৭ নম্বর ওয়ার্ডে সিপিএম এজেন্টের বাড়ি গিয়ে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। কান্নায় ভেঙে পড়েন বাম এজেন্টের মা। খবর পেয়ে এজেন্টের বাড়িতে যান সিপিএম (CPM) প্রার্থী দীপু দাস। পুলিশ নিষ্ক্রিয়, দাবি বাম প্রার্থীর।

এদিকে, মানিকতলায় (Maniktala) ২৮ নম্বর ওয়ার্ডে বিরিয়ানি, চিকেন চাপ খাইয়ে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ বিজেপির (BJP) বিরুদ্ধে। তৃণমূল (TMC) প্রার্থী অয়ন চক্রবর্তীর অভিযোগ, গতকাল রাত থেকে এলাকার একটি বেসরকারি হাসপাতালের ছাদে চলছে বিরিয়ানি, চিকেন চাপ রান্না। রোগী ও হাসপাতালের কর্মীদের জন্য বিরিয়ানি রান্না, সাফাই বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষের।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram