KMC Election 2021: পুর-যুদ্ধ (Seg 5): কোথাও বোমাবাজি-কোথাও মারামারি, বিক্ষিপ্ত অশান্তিতেই কলকাতায় পুরভোট | Bangla News

Continues below advertisement

বেলেঘাটায় (Beleghata) ৩৬ নম্বর ওয়ার্ডে খান্না হাইস্কুলের সামনে বোমাবাজি। সকাল ৯টা ৫০ নাগাদ বোমাবাজি হয়। খান্না হাইস্কুলের সামনে পরপর দু'বার বোমাবাজি হয়। স্বাভাবিকভাবেই ভোটাররা আতঙ্কিত হয়ে পড়েন। এই মুহূর্তে এলাকায় তৃণমূল প্রার্থী রয়েছেন। কার্যত পুলিশের সামনেই এই বোমাবাজি হয় বলে অভিযোগ।

এদিকে, কলকাতা পুরসভার (KMC) ৫৩ নং ওয়ার্ডের তালতলা এলাকায় পুলিশের সামনে তৃণমূল (TMC) ও কংগ্রেসের (Congress) মধ্যে হাতাহাতির অভিযোগ। কংগ্রেসের তরফে তৃণমূলের বিরুদ্ধে ভুয়ো ভোটের অভিযোগ করা হয়েছে। যদিও তৃণমূলের তরফে সেই অভিযোগ অস্বীকার করা হয়েছে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।

অন্যদিকে, কলকাতা পুরসভার (KMC) ৩৫ নং ওয়ার্ডের বিজেপি (BJP) প্রার্থীর অভিযোগ, তাঁকে মারধর করা হয়েছে। ভোট দিতে বাধা দেওয়ার অভিযোগও করেন তিনি। অন্যদিকে ৩০ নং ওয়ার্ডের বিজেপি প্রার্থীর অভিযোগ, তাঁদের এজেন্টদের বসতে দেওয়া হয়নি। তাদের হুমকি দেওয়া হয়েছে।

পাশাপাশি, নিউআলিপুর ৮১ নম্বর ওয়ার্ডে কংগ্রেস প্রার্থীর অভিযোগ, তাঁকে প্রতিনিয়ত অনুসরণ (follow) করা হচ্ছে। তিনি বুথের ভিতরে যাওয়ায় তাঁর সঙ্গে সঙ্গে নির্দল প্রার্থীও বুথে ঢুকে যান। এই ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। সমস্ত জায়গায় তাঁকে অনুসরণ করা হচ্ছে বলে অভিযোগ। বুথের বাইরে দুই প্রার্থী মুখোমুখি ঝগড়ায় জড়িয়ে পড়েন এই ঘটনাকে ঘিরে। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram