পুর-যুদ্ধ (Seg 2): চন্দননগরে BJP-র অস্তিত্ব থাকবে না'', দাবি TMC-র, বিধাননগরে ভোট লুঠের অভিযোগ দিলীপের | Bangla News

Continues below advertisement

চন্দননগরের প্রাক্তন মেয়র তথা তৃণমূল প্রার্থী রাম চক্রবর্তী (Ram Chakraborty) আজ নির্বাচনের ট্রেন্ড দেখে বলেন, "এখানে বিজেপি থাকবে না। ৩০ নং ওয়ার্ডে রেকর্ড মার্জিনে জিতব আমি। দ্বিতীয় স্থানের জন্য লড়াইটাই চলছে।" প্রসঙ্গত, চন্দননগরের কানাইলাল বিদ্যামন্দিরে দুটি হল করা হয়েছে। ২০টি টেবিল রয়েছে। ৫ থেকে ৭ রাউন্ড গণনা। করোনা পরিস্থিতি মেনেই ভোটগণনা চন্দননগরে।

এদিকে, বিধাননগর পুরভোট নিয়ে আজ বিজেপি নেতা দিলীপ ঘোষ (Dilip Ghosh) বলেন, "বিধাননগরে লুঠপাট হয়েছে। আমাদের আশানুরূপ ফলাফল হয়তো হবে না। বাকি জায়গায় আগের থেকে ভালো ফল করবে বিজেপি।"

পাশাপাশি, বিধাননগরে (Bidhannagar) গণনা শুরুতেই তৃণমূল কংগ্রেসের সেলিব্রেশন শুরু হয়ে গিয়েছি। ট্রেন্ড দেখেই জয় নিয়ে আশাবাদী তৃণমূল কংগ্রেস।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram