Kalna: উপ পুরপ্রধানকে চেয়ারম্যান পদে চেয়ে প্রতিবাদ কালনা পুরসভার ১২ বিক্ষুব্ধ কাউন্সিলরের | Bangla News
Continues below advertisement
কালনা পুরসভায় (Kalna Municipality) দলের ঘোষিত চেয়ারম্যানকে মানতে আপত্তি তৃণমূলের (TMC) ১২ জন কাউন্সিলরের। শপথ গ্রহণে যোগ না দিয়ে প্রতিবাদ জানালেন বিক্ষুব্ধ কাউন্সিলররা। তা নিয়ে ধুন্ধুমার। কালনা পুরসভার নতুন চেয়ারম্যান হয়েছেন আনন্দ দত্ত। দলেরই ১২ জন কাউন্সিলর তাতে আপত্তি জানিয়েছেন। উপ পুরপ্রধান তপন পোড়েলকে চেয়ারম্যান পদে চেয়ে এদিন প্রতিবাদ জানান বিক্ষুব্ধ কাউন্সিলররা। অন্যদিকে, আনন্দ দত্তর সমর্থনে পুরসভার সামনে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মীরা। টাউন হলের বারান্দা থেকে মন্ত্রী স্বপন দেবনাথকে চিৎকার করে পুলিশকে বিক্ষোভ হঠানোর নির্দেশ দিতে দেখা যায়। মন্ত্রী জানিয়েছেন, দলের সিদ্ধান্তই মানতে হবে। কয়েকজন কাউন্সিলর পিছন থেকে ছুরি মেরেছেন।
Continues below advertisement
Tags :
TMC ABP Ananda TMC Councillors TMC Inner Clash ABP Ananda Bengali News ABP Ananda Digital ABP Ananda LIVE Ajker Bangla Khabar Ajker Khobor Bangla Khabar Bangla News Bangla News Live Bengali News Bengali News Live Khabar Bangla News Khobor Bangla Live News Bangla এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ Bengal Politics Kalna Municipality এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ তৃণমূল Kalna TMC কালনা পুরসভা