WB Politics: 'ভেড়া ছিল ছাগল এসেছে, সাধারণ মানুষ মানবে কেন?', বিজেপি-কে কটাক্ষ অনুব্রতর | Bangla News

Continues below advertisement

পূর্ব বর্ধমানের কাটোয়াতে (Katwa) বিজেপির কর্মীসভা ঘিরে চূড়ান্ত বিশৃঙ্খলা। দলের রাজ্য় সভাপতি এবং প্রাক্তন রাজ্য সভাপতির সামনে হাতাহাতি ও মারামারিতে জড়ালেন বিজেপির কর্মী সমর্থকের দুই দল। জেলাস্তরের বিজেপি নেতাদের গায়েও হাত পড়ে। এই সময়ে দিলীপ ঘোষ হুমকি দেন, বিক্ষোভকারীরা নিরস্ত্র না হলে তারা লাঠি চার্জ করাবেন। বিক্ষোভকারীরা পাল্টা দিলীপ ঘোষকে গো ব্যাক স্লোগান দেয়। এই সময়ে দিলীপ ঘোষের নিরাপত্তারক্ষীরা কোনও রকমে বিক্ষোভকারীদের সভাস্থল থেকে বের করে দিয়ে দরজা বন্ধ করে দেয়। এই ঘটনা প্রসঙ্গে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল বলেন, "এক ভেড়া ছিল, আর এক ছাগল এসেছে। বিজেপির প্রথম রাজ্য সভাপতি ছিল ভেড়া আর এখনকার সভাপতি ছাগল। এক ভেড়া আর ছাগল গিয়েছে, সাধারণ মানুষ মানবে কেন?' 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram