TMC Inner Clash: পূর্ব বর্ধমানের কাটোয়ার দাঁইহাটা পুরসভায় তৃণমূল বনাম তৃণমূল | ABP Ananda LIVE

Continues below advertisement

West Bengal News: পূর্ব বর্ধমানের (Purba Bardhhaman) কাটোয়ার(Katwa) দাঁইহাটা পুরসভায় তৃণমূল বনাম তৃণমূল। পুর প্রধান প্রদীপ রায়ের(Pradip Roy) অপসারণ চেয়ে চিঠি দিলেন তৃণমূলেরই ১১ জন বিক্ষুব্ধ কাউন্সিলররা। অভিযোগ, সিপিএম থেকে তৃণমূলে যোগ দেওয়া পুর প্রপধান কাউন্সিলরদের সঙ্গে দুর্ব্যবহার করছেন। লোকসভা ভোটের ফলাফলে দাঁইহাট পুর এলাকায় পিছিয়ে তৃণমূল। পুর প্রধান প্রদীপ রায়কে না সরালে ২০২৬-এর বিধানসভা নির্বাচনেও দাঁইহাট পুর এলাকায় দলের পরাজয়ের আশঙ্কা বিক্ষুব্ধদের। জালা তৃণমূল সভাপতির দাবি তাঁকে কিছুই জানানো হয়নি। 

নতুন করে প্রদেশ কংগ্রেস কমিটি ঢেলে সাজানোর দায়িত্ব এখন সর্বভারতীয় সভাপতির হাতে। সর্বভারতীয় সভাপতিই সিদ্ধান্ত নেবেন, কে থাকবেন প্রদেশ কংগ্রেস সভাপতি। 'কংগ্রেসের সাংগঠনিক নিয়ম অনুযায়ী, খাড়গে সভাপতি হওয়ার পর সমস্ত প্রদেশ কংগ্রেস কমিটি অস্থায়ী ভাবে কাজ চালাচ্ছে'। তিনিও পশ্চিমবঙ্গে অস্থায়ী প্রদেশ কংগ্রেস সভাপতি, জানালেন অধীর চৌধুরী। বৈঠকে উপস্থিত অধিকাংশ কংগ্রেস নেতাই অধীরের সমর্থনে সওয়াল করেছেন। বিকেল ৪টেয় পরবর্তী বৈঠকে বসছে প্রদেশ কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram