NIA Investigation: নাম নেই ৩ তৃণমূল নেতার, বিজয়কৃষ্ণ ভুঁইয়া খুনের তদন্তে ময়নায় এনআইএ

Continues below advertisement

সিবিআইয়ের পর পূর্ব মেদিনীপুরে এবার এনআইএ। হাইকোর্টের নির্দেশের পরই ময়নায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। বিজেপির বুথ সভাপতি বিজয়কৃষ্ণ ভুঁইয়া খুনের তদন্তে ময়নায় এনআইএ। পরিবারের অভিযোগপত্রে নাম ছিল তৃণমূল বিধায়ক সৌমেন মহাপাত্রর। নাম ছিল প্রাক্তন তৃণমূল বিধায়ক সংগ্রাম দলুই ও তৃণমূল নেতা শেখ শাহজাহানের। বিজয়কৃষ্ণ খুনে ষড়যন্ত্রকারী হিসেবে নাম ছিল সৌমেন, সংগ্রাম ও শাহজাহানের। ৩৪ জনের নামে পুলিশের এফআইআর করলেও নাম নেই ৩ তৃণমূল নেতার। তদন্তে নেমে সব অভিযোগ খতিয়ে দেখছে এনআইএ।

গত বছরের পয়লা মে ময়নার বাকচায় খুন হন বিজেপির ২৩৪ নম্বর বুথের সভাপতি বিজয়কৃষ্ণ ভুঁইয়া। গভীর রাতে বাড়ি থেকে বেশ কিছুটা দূরে তাঁর দেহ মেলে। নিহত বিজেপি কর্মীর স্ত্রী লক্ষ্মী ভুঁইয়া ৩৪ জনের নামে অপহরণ করে খুনের অভিযোগ করেন।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram