Purba Bardhaman News: কাটোয়ায় কর্মরত শিক্ষিকাদের বিক্ষোভ | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: কাটোয়ায় কর্মরত শিক্ষিকাদের বিক্ষোভ । স্কুল চলাকালীন চাকরিহারাদের পাশে দাঁড়াতে কর্মরত শিক্ষিকাদের বিক্ষোভ । নিজের ছুটি থাকা সত্ত্বেও বিক্ষোভ দেখান শিক্ষিকা পরে তাকে সমর্থন জানাতে পাশে আসেন বাকি শিক্ষিকারাও
আরও খবর...
বুধবার কসবার ডিআই অফিস অভিযানে যান চাকরিহারা শিক্ষক, শিক্ষিকা ও শিক্ষকর্মীরা। তাঁরা ব্যরিকেড পেরিয়ে অফিসে ঢুকতেই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। চাকরিহারাদের ওপর বেধড়ক লাঠি চার্জ করে পুলিশ। একজন চাকরিহারাকে লাথি মারতে দেখা যায় কসবা থানার সাব ইন্সপেক্টর রিটন দাসকে। বুধবারের ঘটনায় কসবা থানায় অভিযোগ দায়ের করে কসবার ডিআই। চাকরিহারাদের বিরুদ্ধে ৮টি ধারায় মামলা করা হয় এরমধ্যে ৩টি ধারা জামিন অযোগ্য। ডিআইয়ের করা অভিযোগের ভিত্তিতে তদন্ত করবেন এক চাকরিপ্রার্থীকে লাথি মারা পুলিশ অফিসার রিটন দাস।