Puri Ratna Bhandar:৪৬ বছর পর খুলল পুরীর মন্দিরের রত্নভাণ্ডার, ভিতরে নীলকণ্ঠমণি-সহ একাধিক মূল্যবান রত্ন..

Continues below advertisement

Puri Temple Ratna Bhandar : রথযাত্রা উৎসবের মধ্যেই খুলল পুরীর মন্দিরের রত্নভাণ্ডার । রত্নভাণ্ডার নিয়ে বৈঠকে বসেছিল নবগঠিত কমিটি। বৈদুর্যমণি, নীলকণ্ঠমণি-সহ একাধিক মূল্যবান রত্ন রয়েছে জগন্নাথধামের ভাণ্ডারে, দাবি পাণ্ডাদের। 

পুরীর জগন্নাথ মন্দিরের রত্নভাণ্ডার খোলার ব্য়াপারে সিদ্ধান্ত নেওয়া হল ওড়িশা সরকারের গঠিত উচ্চপর্যায়ের কমিটি।  নব গঠিত কমিটির প্রথম বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওই দিন রত্নভাণ্ডারের চাবি নিয়ে আসা হবে। চাবি দিয়ে না খুললে তালা ভাঙা হবে বলেও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।পুরীর জগন্নাথ মন্দিরের রত্নভাণ্ডারে কী আছে? উন্মোচিত হবে রত্নভাণ্ডারের মণিমাণিক্যের রহস্য? রথযাত্রাকে কেন্দ্র করে সাজো সাজো রবের মধ্য়েই এখন মহাপ্রভুর ঐশ্বর্যের ভাণ্ডারের রহস্য় নিয়ে সরগরম পুরী। রত্নভাণ্ডারের রহস্য় উন্মোচনের অপেক্ষায় রয়েছে নীলাচলবাসী।

লোকসভা ভোটের প্রচারে এই রত্নভান্ডারের কথা শোনা গেছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মুখে। এই আবহেই ওড়িশা হাইকোর্টের নির্দেশে বিজেপি সরকারের গঠিত উচ্চপর্যায়ের কমিটির প্রথম বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়,  বৈঠকে আনা হবে রত্নভাণ্ডারের চাবি। যদি দেখা যায় চাবি দিয়ে খোলা সম্ভব হচ্ছে না তাহলে ভাঙা হবে রত্নভাণ্ডারের তালা। জগন্নাথধামের অন্দর-ভাণ্ডারে বৈদুর্যমণি, নীলকণ্ঠমণি-সহ একাধিক মূল্যবান রত্ন রয়েছে বলে দাবি পাণ্ডাদের। পুরী জগন্নাথ মন্দির সেবায়েত  বিজয় সিংহারি  বলেন, আমার বাবা বহু বছর আগে দেখেছিলেন জগন্নাথের রঘুনাথ বেশের প্রচুর মনিমানিক্য় এখানে আছে। ১৯৭৮ সালে শেষবার অডিট হয়েছিল পুরীর মন্দিরের রত্নভাণ্ডারের। ক্ষমতায় এসেই পুরীর মন্দিরের রত্নভাণ্ডারের অডিট করার সিদ্ধান্ত নেয় ওড়িশার বিজেপি সরকার। ABP Ananda LIVE

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram