Puri News:জগন্নাথ মন্দিরের পরিখাতেই ধরেছে গভীর ফাটল !প্রশ্নের মুখে পড়তে পারে মূল মন্দিরের নিরাপত্তা | ABP Ananda LIVE
ABP Ananda: আতঙ্কে জগন্নাথ ভক্তরা। অতীতে এসেছে একাধিক ঘূর্ণিঝড়। সমুদ্র হয়েছে উত্তাল। পুরী শহরকে তছনছ করেছে প্রকৃতি। কোণার্ক মন্দির হয়েছে ছত্রভঙ্গ। কিন্তু জগন্নাথ মন্দিরকে ছুঁতে পারেনি প্রকৃতির উদ্দামতা। এবার সেই জগন্নাথ মন্দিরের পরিখাতেই ধরেছে গভীর ফাটল। ইন্ডিয়া টুডে তে প্রকাশিত রিপোর্ট অনুসারে, ওড়িশার পুরী জগন্নাথ মন্দিরকে বেষ্টন করে আছে বিরাট এক প্রাচীর। সেই পাঁচিলেই দেখা গিয়েছে একাধিক ফাটল। এই প্রাচীর ক্ষতিগ্রস্থ হলে বড় বিপদ ঘটতে পারে। প্রশ্নের মুখে পড়তে পারে মূল মন্দিরের নিরাপত্তা। একটি নয়, একাধিক ফাটল চোখে পড়েছে মন্দির কর্তৃপক্ষের। আর তা সঙ্গে-সঙ্গে জানানো হয়েছে ওড়িশা সরকারকে। মন্দির রক্ষণাবেক্ষণের দায়িত্ব রাজ্য সরকারের। তারা মেরামতির জন্য আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার সহায়তা চেয়েছে। জানা গিয়েছে, পুরীর মন্দিরের মহাপ্রসাদ পাওয়া যায় যেখান থেকে, সেই আনন্দবাজারের বর্জ্য জল পাঁচিলকে দুর্বল করছে। প্রায় ১২০০ বছরের পুরনো কাঠামো এটি। দীর্ঘদিন ধরে পাঁচিল বর্জ্য জলের সংস্পর্শে আসতে আসতেই পাঁচিলের গায়ে চিড় দেখা যাচ্ছে বলে মনে করছেন অনেকে। এছাড়া শেত্তলাও পড়েছে পরতে পরতে। তার ফলে পাঁচিল বেশি করে দুর্বল হচ্ছে।