Purulia: সিমনি বিটের জঙ্গলে বন দফতরের ট্র্যাপ ক্যামেরায় ধরা পড়ল পূর্ণবয়স্ক চিতাবাঘের ছবি ।Bangla News
পুরুলিয়ার সিমনি বিটের জঙ্গলে বন দফতরের ট্র্যাপ ক্যামেরায় ধরা পড়ল পূর্ণবয়স্ক চিতাবাঘের ছবি। আতঙ্কে জঙ্গল লাগোয়া গ্রামের বাসিন্দারা। বনদফতর সূত্রে খবর, চিতাবাঘটির অবস্থান নিশ্চিত করতে জঙ্গলের বিভিন্ন প্রান্তে লাগানো হচ্ছে আরও ট্র্যাপ ক্যামেরা
Tags :
ABP Ananda Leopard Bengal Purulia District ABP Ananda Bengali News ABP Ananda Digital ABP Ananda LIVE এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ Forest Department Cheetah এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ Wild Life Simnibit