Purulia News: পুরুলিয়ায় জোড়া মৃতদেহ উদ্ধারে এখনও আঁধারে পুলিশ | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: পুরুলিয়ায় জোড়া মৃতদেহ উদ্ধারে এখনও আঁধারে পুলিশ ২দিনে কুমারী নদীতে ২ মহিলার মৃতদেহ উদ্ধার ঘিরে রহস্য । পরপর ২দিনে ২ মহিলার মৃতদেহ উদ্ধারে কোনও যোগসূত্র? তদন্তে পুলিশ । বুধবার বরাবাজারের নদীর চরে বালি খুঁড়ে উদ্ধার ১ তরুণীর দেহ গতকাল মানবাজারে কুমারী নদী থেকে উদ্ধার আরেক মহিলার দেহ । ২জনেরই পরিচয় এখনও জানতে পারেনি পুলিশ । বরাবাজার-কাণ্ডে তরুণীকে শ্বাসরোধ করে খুন, উল্লেখ ময়নাতদন্তের রিপোর্টে কেন খুন? আততায়ী কে বা কারা? এখনও ধোঁয়াশায় পুলিশ । পরপর ২দিনে ২ মহিলার মৃতদেহ উদ্ধারে কোনও যোগসূত্র? তদন্তে পুলিশ । মানবাজারে উদ্ধার মহিলার মৃত্যুর কারণ জানতে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে
আরও খবর..
সিবিআইয়ের আবেদন, নার্কো টেস্টে সম্মতি দিলেন না সন্দীপ ঘোষ। পলিগ্রাফ টেস্টে সম্মতি দিলেন না ধৃত টালার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল। নার্কো টেস্টে সম্মতি দিলেন না আর জি কর মেডিক্যালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। সিবিআইয়ের আবেদনে সাড়া দিলেন টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলও
কৃষ্ণনগরে তরুণীর রহস্যমৃত্যুর তদন্তে চাঞ্চল্যকর তথ্য। 'মণ্ডপের ভিতরেই অগ্নিদগ্ধ হন তরুণী, ঘটনাস্থল মণ্ডপের ভিতরেই। মণ্ডপের পাশেই দুর্গাপুজোর ভোগ রান্নার ব্যবস্থা ছিল, সেখান থেকে কেরোসিন ও দেশলাই বাক্স পেয়ে থাকতে পারে', পুলিশ সূত্রে খবর। মণ্ডপের ভিতরে যেখানে তরুণীর দেহ পড়ে ছিল, সেখানে ছিল কেরোসিনের গন্ধ, সুনিশ্চিত করেছে ফরেন্সিক। ঘটনার রাতে তরুণীর ফোনের টাওয়ার লোকেশন রাত ৮টার পর থেকে ওই এলাকাতেই পাওয়া গেছে', পুলিশ সূত্রে খবর।