Medicine Contro: একাধিক ওষুধের কারখানায় কোয়ালিটি চেক, মিলল নিম্নমানের নমুনা | ABP Ananda LIVE

Continues below advertisement

ABP Ananda LIVE: একাধিক ওষুধের কারখানায় কোয়ালিটি চেক, মিলল নিম্নমানের নমুনা । '৫৫ধরনের ওষুধের নমুনা নিম্নমানের, কোয়ালিটি চেকে ফেল প্যারাসিটামল' । হিমাচল প্রদেশ, গুজরাত, ঝাড়খণ্ডের একাধিক কারখানা থেকে নমুনা সংগ্রহ । সেন্ট্রাল ড্রাগ কন্ট্রোলের নমুনা পরীক্ষায় ফেল প্যারাসিটামল-সহ একাধিক ওষুধ । নমুনা পরীক্ষায় জ্বর, হজম, অ্যান্টিবায়োটিক, রক্তচাপের ওষুধও ফেল । ব্যাচ নম্বর ধরে সব রাজ্য ড্রাগ কন্ট্রোলকে সতর্ক করল কেন্দ্র । সংশ্লিষ্ট ব্যাচের ওষুধ বাজার থেকে তুলতে ড্রাগ কন্ট্রোলকে সতর্ক করল কেন্দ্র । তালিকায় জ্বর কমানোর প্যারাসিটামল থেকে ডায়রিয়া কমানোর অ্যান্টিবায়োটিক

 দুই নব নির্বাচিত বিধায়কের শপথ ঘিরে রাজ্য-রাজ্যপাল সংঘাত তীব্র হচ্ছে। রাজ্যপাল সিভি আনন্দ বোস ইচ্ছাকৃত ভাবে শপথগ্রহণ ফেলে রাখছেন বলে অভিযোগ শাসকদলের। রাজ্যপালের বিরুদ্ধে তাই বিধানসভার সিঁড়িতে ধর্নায় বসেছেন উপবির্বাচনে জয়ী তৃণমূলের দুই বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং রেয়াত হোসেন সরকার। কিন্তু রাজ্যপালের অপেক্ষায় সায়ন্তিকা এবং রেয়াত যখন বিধানসভার সিঁড়িতে বসে, সেই সময় রাজ্যপাল রওনা দিলেন দিল্লির উদ্দেশে।- (CV Ananda Bose)

গত ৪ জুন বরানগর এবং ভগবানগোলা উপনির্বাচনের ফলঘোষণা হয়, যাতে সায়ন্তিকা এবং রেয়াত জয়ী হন। কিন্তু তার পর একমাস কাটতে চললেও, এখনও বিধায়ক হিসেবে শপথ নিতে পারেননি সায়ন্তিকা এবং রেয়াত। সেই নিয়ে বিস্তর চিঠি চালাচালিও হয়েছে। রাজ্যপাল সায়ন্তিকা এবং রেয়াতকে রাজভবনে এসে শপথ নিতে বলেছেন। কিন্তু বিধায়কদের বিধানসভাতেই শপথ নেওয়া দস্তুর যেখানে, কেন তাঁরা রাজভবনে শপথ নেবেন, প্রশ্ন তুলেছে তৃণমূল সরকার। রাজ্যপাল চাইলে বিধানসভায় এসে সায়ন্তিকা এবং রেয়াতকে শপথবাক্য পাঠ করাতে পারেন বলেও জানানো হয়। (West Bengal Assembly)

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram