R G Kar Chaos: আর জি করে গুন্ডাদের তাণ্ডবের সময় নিষ্ক্রিয় পুলিশ, মিডিয়াকেই কাঠগড়ায় তুললেন সিপি!
ABP Ananda LIVE: সুরক্ষা চেয়ে রাজপথে মেয়েরা। আর জি করে গুন্ডাদের তাণ্ডবের সময় নিষ্ক্রিয় পুলিশ। দায় এড়িয়ে উল্টো মিডিয়াকেই কাঠগড়ায় তুললেন সিপি!
গতকাল রাতে আরজি কর হাসপাতালের এমার্জেন্সি ওয়ার্ড থেকে ধ্বংসলীলা চালাতে চালাতে ভিতরে ঢোকা হয়েছে। বেশ খরচ সাপেক্ষে তৈরি করা সিসি ওয়ার্ডেও তাণ্ডবলীলা চালায় দুষ্কৃতীরা। অন্য সময় এখানে রোগী ভর্তি থাকে, কিন্তু জুনিয়র চিকিৎসকদের আন্দোলনের জেরে এখন কোনও রোগী না থাকলেও, এই ওয়ার্ডে কাঁচ, ওষুধের স্টোর থেকে শুরু করে আলমারি ভেঙে দেওয়া হয়েছে। তছনছের তালিকায় রয়েছে দামি দামি মেডিক্যাল সরঞ্জামও। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, গতকাল সোয়া ১২টা থেকে শুরু হওয়া এই তাণ্ডবলীলা গোটা এমার্জেন্সি ওয়ার্ডজুড়ে চালানো হয়েছে।
আর জি করে তরণী চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনায় ফুঁসছে গোটা রাজ্য। কলকাতা থেকে বিভিন্ন জেলায় প্রতিবাদ ছড়িয়ে পড়েছে। স্বাধীনতার মধ্যরাতে 'রাত দখলে মেয়েরা' নেমে এলেন রাস্তায়। এ রাজ্যের পাশাপাশি, দিল্লি, মুম্বই, পুণেতেও হাজার হাজার মানুষ রাস্তায় নেমে আসেন। সেই আবহেই এবিপি আনন্দে মুখ খুললেন নির্যাতিতার বাবা। এত মানুষের রাস্তায় নেমে আসা নিয়ে জানালেন প্রতিক্রিয়া।
দলে দলে মানুষ রাস্তায় নেমে আসা নিয়ে এবিপি আনন্দে প্রতিক্রিয়া জানাতে গিয়ে নির্যাতিতার বাবা বলেন, "সবাইকে একটাই কথা বলতে চাই, একটা মেয়েকে হারিয়ে কোটি কোটি মেয়েকে পাশে পেয়েছি। এই কোটি কোটি মেয়ে, আজ বলে নয়, আমার তো মনে হচ্ছে, ন্যায় বিচার না হওয়া পর্যন্ত আমার পাশে থাকবেন। এঁরা সবাই আমার মেয়ের মতো। যে পুরুষরা রাস্তায় নেমেছিলেন, তাঁরা আমার ছেলের মতো।"