RG Kar News: আরজি করের নিরাপত্তার দায়িত্ব নিতে চলেছে কেন্দ্রীয় বাহিনী। ABP Ananda Live
সুপ্রিম কোর্টের নির্দেশে কলকাতার সরকারি হাসপাতালে নিরাপত্তার দায়িত্ব নিতে চলেছে কেন্দ্রীয় বাহিনী। এদিন সকাল ৯টা নাগাদ পরিস্থিতি খতিয়ে দেখতে আর জি কর মেডিক্যালে টিম নিয়ে পৌঁছে যান CISF-এর DIG কুমার প্রতাপ সিং। হাসপাতালে কতগুলো বিল্ডিং রয়েছে, পুলিশের সংখ্যা কত, কোন জায়গায় কত আধাসেনা মোতায়েন করতে হবে এবং কীভাবে নিরাপত্তা সুনিশ্চিত করা যায়, তার রূপরেখা ঠিক করতে কলকাতা পুলিশের উচ্চপদস্থ আধিকারিক এবং হাসপাতালের প্রশাসনিক কর্তাদের সঙ্গে কথা বলেন CISF-এর DIG.
অন্যদিকে, প্রথম দিনের পর আর হাসপাতালে আসেননি নতুন অধ্যক্ষ সুহৃতা পাল। সূত্রের খবর, স্বাস্থ্য ভবন থেকেই দায়িত্ব সামলাচ্ছেন তিনি। হাসপাতালে নিয়মিত আসছেন উপাধ্যক্ষ বুলবুল মুখোপাধ্যায়।