R G Kar News: আর জি কর-কাণ্ডের প্রতিবাদে আজ জুনিয়র চিকিৎসকদের স্বাস্থ্য ভবন অভিযান। ABP Ananda Live

Continues below advertisement

আর জি কর-কাণ্ডের প্রতিবাদে আজ জুনিয়র চিকিৎসকদের স্বাস্থ্য ভবন অভিযান। দ্রুত বিচারের দাবিতে, সিবিআইয়ের ওপর চাপ বাড়িয়ে সিজিও কমপ্লেক্স থেকে অভিযান শুরু হবে। পাশাপাশি, স্বাস্থ্য ভবনের ভূমিকা নিয়েও প্রশ্ন রয়েছে। সন্দীপ ঘোষের বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ থাকা সত্ত্বেও এতদিন স্বাস্থ্য দফতর কেন ব্যবস্থা নেয়নি, সেই প্রশ্নও তুলেছেন চিকিৎসকরা। ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর্স ফ্রন্টের ডাকে আজ অভিযান হলেও, তাদের সমর্থন জানিয়েছে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্স। 

আর জি কর মেডিক্যাল কলেজে কর্মবিরতি চলবে। গতকাল সুপ্রিম কোর্টের নির্দেশের পর জুনিয়র চিকিৎসকদের যৌথ মঞ্চ, জয়েন্ট প্ল্যাটফর্ম অফ জুনিয়র ডক্টর্সের বৈঠক হয়। সিদ্ধান্ত হয়, চিকিৎসককে ধর্ষণ-খুনের ঘটনায় প্রকৃত দোষীরা গ্রেফতার না হওয়া এবং সিবিআই তদন্তের সন্তোষজনক অগ্রগতি না জানতে পারা পর্যন্ত কর্মবিরতি চালিয়ে যাবেন জুনিয়র চিকিৎসকরা। এ ছাড়া, প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগে এতদিন বাদে রাজ্য সরকার SIT গঠন করায়, নজর ঘোরানোর চেষ্টা চলছে বলে মনে করছেন আন্দোলনকারীরা। সুপ্রিম কোর্টের নির্দেশে হাসপাতালে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়েও প্রশ্ন রয়েছে। কতদিন কেন্দ্রীয় বাহিনী থাকবে, ভবিষ্যৎ নিরাপত্তার বিষয়টি কীভাবে সুনিশ্চিত হবে, তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে বলে আন্দোলনকারীরা মনে করছেন। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram