R G Kar Protest :৯ই আগস্ট অভয়া মঞ্চের 'কালীঘাট চলো' অভিযানের ডাক ,অভয়ার পরিবারকেও সামিল হওয়ার আহ্বান
ABP Ananda LIVE : রাত দখল, নবান্ন অভিযানের পর এবার 'কালীঘাট চলো' অভিযানের ডাক। ৯ অগাস্ট অভয়ার মৃত্যুবার্ষিকীতে 'কালীঘাট চলো' অভিযানের ডাক। 'কালীঘাট চলো' অভিযানের ডাক অভয়া মঞ্চের। এবার নবান্ন অভিযানের দিনই 'কালীঘাট চলো'। অভয়ার বাবা-মাকেও মিছিলে সামিল হওয়ার আহ্বান অভয়া মঞ্চের।
রাজনীতিতে ইলন মাস্ক, নতুন দল 'আমেরিকা পার্টি'র সূচনা করলেন, ট্রাম্পের সঙ্গে মতবিরোধ থেকেই কি সিদ্ধান্ত ?
জল্পনা সত্য করে রাজনীতির ময়দানে অবতীর্ণ হলেন ধনকুবের ইলন মাস্ক। নিজের রাজনৈতিক দল 'America party'র সূচনা করলেন। মাইক্রোব্লগিং সাইট X (সাবেক ট্যুইটার)-এ সেই মতো ঘোষণা করলেন। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সখ্যে ইতি পড়েছে আগেই। প্রকাশ্যে বাগযুদ্ধেও জড়িয়েছেন তাঁরা। সেই আবহেই নতুন রাজনৈতিক দলের সূচনা করলেন ইলন। (Elon Musk)।নতুন রাজনৈতিক দলের সূচনা করে সোশ্যাল মিডিয়ায় ইলন লেখেন, 'নতুন রাজনৈতিক দল চান, নতুন রাজনৈতিক দল পেলেন।অপচয় এবং দুর্মনীতির ভারে দেশ যখন দেউলিয়া হয়ে যায়, তা আর গণতন্ত্র থাকে না, বরং একদলীয় ব্যবস্থায় বাস করার সমান অবস্থা হয়। আপনাদের স্বাধীনতা ফিরিয়ে দেওয়ার লক্ষ্য়েই আমেরিকার পার্টি গঠিত হল'। (America Party)।