Rahul Gandhi: আদানির অর্থপাচারে জড়িত সেবি প্রধান ও তাঁর স্বামী? আক্রমণ রাহুলের
Gautam Adani: বিদেশে আদানির অর্থপাচারে জড়িত সেবি প্রধান ও তাঁর স্বামী। বিস্ফোরক অভিযোগ মার্কিন সংস্থা হিন্ডেনবার্গের। ভিত্তিহীন, দাবি আদানি গ্রুপের। কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়াচ্ছে ইন্ডিয়া জোট। আরও খবর, ভাতার স্টেট জেনারেল হাসপাতালে ঢুকে মহিলা চিকিৎসককে হুমকি-কাণ্ডে এবার চাকরি হারালেন অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার। স্বামীর গ্রেফতারির পরই ছেলেকে নিয়ে বাড়ি ছেড়েছেন ধৃতের স্ত্রী। মত্ত অবস্থাতে হাসপাতালে ঢুকে ওই কীর্তি করেছে ছেলে, মনে করছেন বাবা। ধৃতের ৫ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে বর্ধমান জেলা আদালত। RG কর হাসপাতালে কী হয়েছে জানেন তো? RG কর হাসপাতালে যা ঘটেছে তা আপনার সঙ্গে করে দেব। অভিযোগ, শুক্রবার রাতে মত্ত অবস্থায় এভাবেই নাকি পূর্ব বর্ধমানের ভাতার স্টেট জেনারেল হাসপাতালে ঢুকে কর্তব্যরত মহিলা চিকিৎসককে হুমকি দিয়েছিলেন সিভিক ভলান্টিয়ার সুশান্ত রায়। ভাতার থানা অভিযোগ দায়েরের পর, শনিবারই গ্রেফতার করা হয় তাঁকে। আরজি কর হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের অভিযোগ ঘিরে তোলপাড়ের মধ্যেই ভাতারের এই ঘটনা ঘিরে শোরগোল পড়ে যায়। রবিবার দেখা গেল, ঘটনা প্রকাশ্যে আসার পরেই মাধপুর গ্রামে ধৃত সিভিক ভলান্টিয়ারের বাড়িতে ঝুলছে তালা।