Bharat Jodo Yatra: কাশ্মীরে ভারত জোড়ো যাত্রায় বরফ ছোড়াছুড়ি করলেন রাহুল-প্রিয়ঙ্কা
Continues below advertisement
শ্রীনগরে (Srinagar) আজ শেষ হল কংগ্রেসের (Congress) ভারত জোড়ো যাত্রা (Bharat Jodo Yatra)। অভূতপূর্ব তুষারপাতের মধ্যে শ্রীনগরে সভা রাহুলের। গত ৭ সেপ্টেম্বর দক্ষিণ ভারতের (India) কন্যাকুমারী (Kanyakumari) থেকে শুরু হয়েছিল ভারত জোড়ো যাত্রা। সোমবার বরফ ঢাকা কাশ্মীরে (Kashmir) কার্যত ছোটবেলায় ফিরে গেছিলেন রাহুল ও প্রিয়ঙ্কা। খেলার ছলে একে অপরের গায়ে বরফ লাগাতেও দেখা যায় ভাই-বোনকে। শের-ই-কাশ্মীর স্টেডিয়ামে ফের তাঁর গলায় শোনা গেল বিজেপির বিরুদ্ধে হুঙ্কার।
Continues below advertisement