Mid Day Meal: রাজ্যের মিড ডে মিলের হাল খতিয়ে দেখতে এল কেন্দ্রীয় দল

Continues below advertisement

আবাস যোজনা (Awas Yojana), ১০০ দিনের (100 Days Work) কাজের পরে এবার রাজ্যের মিড ডে মিলের (Mid Day Meal) হাল খতিয়ে দেখতে রাজ্যে এল কেন্দ্রীয় দল (Central Team)। এদিন বিকাশ ভবনে (Bikash Bhawan) গিয়ে শিক্ষা দফতরের প্রিন্সিপাল সেক্রেটারি,  স্কল এডুকেশন কমিশনার ও মিড ডে মিলের প্রজেক্ট ডিরেক্টরের সঙ্গে বৈঠক করে ১১ জনের প্রতিনিধি দল। তাঁরা জানান, পাবলিক ডোমেনে যেসব তথ্য রয়েছে সেগুলিই পেয়েছেন তাঁরা। অনুসন্ধান চালিয়ে বাকি পরিসংখ্যান তাঁরা তৈরি করবেন। বৈঠক শেষে উত্তর ২৪ পরগনার একটি স্কুলে গিয়ে পড়ুয়াদের সঙ্গে কথা বলেন তাঁরা। মিড ডে মিল নিয়ে খোঁজ খবর নেন। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram