Rahul Gandhi: প্রধানমন্ত্রীকে আক্রমণ, লোকসভার কার্যবিবরণী থেকে বাদ রাহুলের 'হিন্দু' মন্তব্য

Continues below advertisement

 Rahul Attacks Modi:লোকসভার কার্যবিবরণী থেকে বাদ দেওয়া হল রাহুল গাঁধীর 'হিন্দু' মন্তব্য। গতকাল প্রধানমন্ত্রী, বিজেপি ও আরএসএসকে তীব্র আক্রমণ রাহুলের।সংসদের কার্যবিবরণী থেকে বাদ দেওয়া হল বিরোধী দলনেতার মন্তব্য। শুধু বিজেপি ও আরএসএসকেই নিশানা করেছিলেন রাহুল, দাবি কংগ্রেসের। লোকসভার বিরোধী দলনেতার আসনে বসার পর থেকেই নরেন্দ্র মোদির বিরুদ্ধে আক্রমণাত্মক রাহুল গাঁধী। সোমবার সেই আক্রমণের সুরকে আরও উঁচুতে বাঁধলেন তিনি। কার্যত টি-টোয়েন্টির ধাঁচে আক্রমণ শানালেন প্রধানমন্ত্রীকে। যার পাল্টা জবাব দিতে ময়দানে নামতে হল স্বয়ং নরেন্দ্র মোদি, অমিত শাহদের। কংগ্রেস সাংসদ ও বিরোধী দলনেতা রাহুল গাঁধী বলেন, 'যাঁরা নিজেদের হিন্দু বলেন, তাঁরা ২৪ ঘণ্টা হিংসা, হিংসা, হিংসা। ঘৃণা, ঘৃণা, ঘৃণা। অসত্য়, অসত্য়, অসত্য়। হিন্দু ধর্মে স্পষ্ট লেখা আছে, সত্য়ের সঙ্গে থাকা উচিত। সত্য় থেকে পিছু হঠা উচিত নয়। সত্য়কে ভয় পাওয়া উচিত নয়। অহিংসা আমাদের প্রতীক।' প্রধানমন্ত্রী  নরেন্দ্র মোদি বলেন,'বিষয়টি অত্য়ন্ত গুরুতর। পুরো হিন্দু সমাজকে হিংস্র বলা, এটা গুরুতর বিষয়।' রাহুল গাঁধী বলেন,' না, না, না, না... নরেন্দ্র মোদি পুরো হিন্দু সমাজ নন। বিজেপি পুরো হিন্দু সমাজ নয়। RSS পুরো হিন্দু সমাজ নয়।' সোমবার লোকসভায় দাঁড়িয়ে, কার্যত টি-টোয়েন্টির ধাঁচে প্রধানমন্ত্রীকে আক্রমণ করলেন তিনি। তুলে ধরলেন শিবের ছবিও। ABP Ananda LIVE

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram