Rahul Gandhi: 'মূল্যবোধ, নীতির বিসর্জন ঘটেছে মণিপুরে', কী বললেন রাহুল গাঁধী ? | ABP Ananda LIVE
Continues below advertisement
ABP Ananda LIVE: আজ মণিপুর থেকে শুরু রাহুল গাঁধীর ভারত জোড় ন্যায় যাত্রা। ৬৭ দিনে পেরোবেন ১৫ রাজ্য। ছুঁয়ে যাবেন বাংলাও। শেষ হবে মুম্বইয়ে। রাহুলের 'ন্যায় যাত্রা' । এদিন রাহুল গাঁধীর বলেন "কোথা থেকে যাত্রা হবে, সেই নিয়ে নানা প্রস্তাব আসে। আমি পরিষ্কার বলি, পরের যাত্রা মণিপুর থেকে শুরু করতেই হবে, অন্য কোথা থেকেও নয়। আজকের এই মণিপুর BJP এবং RSS-এর ঘৃণা, ওদের রাজনীতির প্রতীক হয়ে উঠেছে। BJP-র আদর্শ, ওদের দৃষ্টিভঙ্গে এখানে প্রতিফলিত হচ্ছে এক ভাইয়ের সঙ্গে কথা হচ্ছিল। উনি জানালেন, BJP-র ঘৃণা, ওদের নীতি ওদের রাজনীতির জন্য নিজের সবকিছু হারিয়েছেন। মূল্যবোধ, নীতির বিসর্জন ঘটেছে মণিপুরে। আমি কথা দিচ্ছি, আপনাদের হারিয়ে যাওয়াা সম্প্রীতি, শান্তি, মূল্যবোধ ফিরিয়ে আনবই।"
Continues below advertisement