Rahul Gandhi: কংগ্রেসের ওয়ার্কিং কমিটির বৈঠকে লোকসভার বিরোধী দলনেতা হওয়ার প্রস্তাব রাহুল গাঁধীকে | ABP Ananda LIVE

Continues below advertisement

ABP Ananda LIVE: লোকসভার বিরোধী দলনেতা হোন রাহুল। কংগ্রেসের ওয়ার্কিং কমিটির বৈঠকে প্রস্তাব পাশ। পরে সিদ্ধান্ত জানাবেন রাহুল। ফের কংগ্রেস সংসদীয় দলের চেয়ারপার্সন সনিয়া গাঁধী।

লোকসভার বিরোধী দলনেতা হওয়ার প্রস্তাব রাহুল গাঁধীকে (Leader of Opposition in Lok Sabha)। কংগ্রেসের বর্ধিত ওয়ার্কিং কমিটির বৈঠকে পাস হল এই প্রস্তাব। অর্থাৎ সব ঠিক থাকলে তৃতীয় দফায় লোকসভায় নরেন্দ্র মোদি সরকারের বিরুদ্ধে সরাসরি বিরোধীদের মুখ হিসেবে থাকবেন রাহুল। ১০ বছর পর এবার বিরোধী দলনেতা বেছে নেওয়ার সুযোগ পাচ্ছেন বিরোধীরা, আর রাহুলের কাঁধেই সেই গুরুদায়িত্ব বর্তানো হয়েছে বলে খবর। রাহুলের কাছে সকলের অনুরোধ পাঠানো হয়েছে। ভেবে জানাবেন বলে নেতৃত্বকে বার্তা দিয়েছেন রাহুল। তাঁর সিদ্ধান্তই চূড়ান্ত বলে গন্য হবে। (Rahul Gandhi)

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram