Post Poll Violence: 'আতঙ্ক এখনও যায়নি', ধনেখালির ঘটনা নিয়ে বললেন রাহুল সিনহা। ABP Ananda Live

Continues below advertisement

Hooghly News: হুগলির ধনেখালিতে বিজেপির মণ্ডল সহ সভাপতিকে রাস্তায় ফেলে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। গতকাল রাতে ভরা বাজারের মধ্যেই বিজেপি নেতা সমীরণ মুর্মুর ওপর বাঁশ-রড নিয়ে চড়াও হয়ে বেধড়ক পেটানো হয় বলে অভিযোগ। গুরুতর জখম বিজেপির মণ্ডল সহ সভাপতিকে চুঁচুড়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিজেপির দাবি, লোকসভা ভোটে বিজেপি নেতার বুথে তারা ভাল ফল করায়, আক্রোশবশত এই হামলা। ধনেখালির তৃণমূল বিধায়ক অসীমা পাত্র বা শাসকদলের কোনও নেতার প্রতিক্রিয়া এখনও মেলেনি। যদিও ধনেখালি বিধানসভা থেকেই প্রায় ৪০ হাজার ভোটের লিড পেয়েছেন হুগলির তৃণমূল সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। 'আতঙ্ক এখনও যায়নি', ধনেখালির ঘটনা নিয়ে বললেন রাহুল সিনহা। বিহারের জেলে বসেই এরাজ্যে একাধিক ডাকাতির ব্লু প্রিন্ট তৈরি করেছিল সুবোধ সিং। ব্যবসায়ীকে হুমকি ফোনেও তার নাম সামনে এসেছিল। আর সেই সুবোধ সিংই এখন সিআইডির কব্জায়। আর এই সুবোধ সিংয়ের সঙ্গে কি যোগসাজশ রয়েছে অর্জুন সিংয়ের? চাঞ্চল্যকর দাবি করলেন ব্যারাকপুরের রেস্তোরাঁ ব্যবসায়ী।  বেলঘরিয়ায় জনবহুল বিটি রোডে ব্যবসায়ীর গাড়িতে হামলাই হোক বা ব্যারাকপুরের রেস্তোরাঁ ব্যবসায়ীকে হুমকি সব ক্ষেত্রেই উঠে এসেছে কুখ্যাত গ্যাংস্টার, বিহারে জেলবন্দি সুবোধ সিংয়ের নাম। ABP Ananda Live 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram