Rahul Sinha: ৫ লক্ষর ধার সুদে-আসলে বেড়ে ৭০ লক্ষ! 'দিনে-দুপুরে ডাকাতি', প্রতিক্রিয়া রাহুল সিন্হার
Continues below advertisement
৫ লক্ষ টাকার ধার ৩ বছরে সুদে-আসলে বেড়ে দাঁড়িয়েছে ৭০ লক্ষ টাকায়। এর মধ্যে ৩০ লক্ষ টাকা মেটাতে পারলেও, ৪০ লক্ষ টাকা বাকি। কাটোয়ায় সুদের টাকা ফেরত চেয়ে স্কুল শিক্ষককে হুমকি, বাড়ি লিখিয়ে নেওয়ার চেষ্টা ও রেললাইনে ফেলে রেখে পা কেটে নেওয়ার ভয় দেখানোর অভিযোগ উঠল সুদ কারবারিদের বিরুদ্ধে। পরিবারের দাবি, পুলিশ এবং নেতাদের টাকা দেওয়ায় তারাও কিছু করবে না বলে জানানো হয়। সুদ কারবারিদের চাপে শনিবার ভাগীরথীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন শিক্ষক। ঘটনায় ৪ সুদ কারবারিকে গ্রেফতার করেছে কাটোয়া থানার পুলিশ।
Continues below advertisement
Tags :
Teacher West Bengal Interest Loan Bangla News Bangla News Live Rahul Sinha Bengali News ABP Ananda LIVE ABP Ananda Digital ABP Ananda ABP Ananda Bengali News Katwa