BJP Tussle News: রাজ্য় নেতৃত্বের একাংশের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ রাহুল, তথাগতদের। ABP Ananda Live

Continues below advertisement

West Bengal News: লোকসভা ভোট এবং চার বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বাংলায় মুখ থুবড়ে পড়েছে বিজেপি। বুধবার তারা ভবিষ্য়ৎ পরিকল্পনা ঠিক করতে মেগা বৈঠকে বসছে। কিনতু, তার আগেই রাজ্য় নেতৃত্বের একাংশের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুললেন, রাহুল সিন্হা, তথাগত রায়, সায়ন্তন বসুর মতো বিজেপি নেতারা। 

লোকসভা ভোটে বাংলায় ভরাডুবি হয়েছে। চার বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনেও স্কোর শূন্য়। পরপর ভোটে হারের ধাক্কা সামলাতে বুধবার মেগা বৈঠকে বসছে রাজ্য় বিজেপি। যেখানে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় মন্ত্রী ও হরিয়ানার প্রাক্তন মুখ্য়মন্ত্রী মনোহরলাল খট্টরও। কিন্তু, তার ঠিক আগেই দলের অন্দরের ক্ষোভ বাইরে চলে আসছে।বিজেপির রাজ্য় নেতৃত্বের একাংশের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলছেন বিজেপি নেতারাই। একুশের বিধানসভা ভোটে বিজেপির হার নিয়ে কামিনী-কাঞ্চনের চাঞ্চল্য়কর অভিযোগ তুলেছিলেন প্রাক্তন রাজ্য় সভাপতি তথাগত রায়। চব্বিশের লোকসভা ভোটের ফল নিয়েও, কার্যত একই সুর তাঁর গলায়। একাধিক প্রাক্তন রাজ্য় সভাপতি থেকে বিজেপি বিধায়ক, ক্ষোভ থামছে না।

 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram