Raiganj: রায়গঞ্জে সরকারি কর্মীকে 'নিগ্রহ', গ্রেফতার চিকিৎসক
রায়গঞ্জে সরকারি কর্মী নিগ্রহের অভিযোগে গ্রেফতার চিকিৎসক। স্বাস্থ্যসাথী কার্ড সত্ত্বেও রোগীকে ফিরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। রায়গঞ্জের একটি নার্সিংহোমের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। অভিযোগ খতিয়ে দেখতে গিয়ে নিগৃহীত হন স্বাস্থ্যকর্মীরা। চিকিৎসকের বিরুদ্ধে সরকারি কাজে বাধা, আটকে রাখার অভিযোগ উঠেছে।
স্টাফ স্পেশাল ট্রেনে উঠতে দেওয়ার দাবিতে আজ শিয়ালদা দক্ষিণ শাখার সোনারপুর স্টেশনে রেল অবরোধ করেন নিত্যযাত্রীরা। এছাড়াও আরও বেশি লোকাল ট্রেন চালানোর দাবি তোলা হয়েছে। বুধবার সকালে অবরোধ শুরু হওয়ার পরে ঘটনাস্থলে পৌঁছন আরপিএফ, জিআরপি ও সোনারপুর থানার আধিকারিকরা। সেখানে নিত্যযাত্রীদের অবরোধ তুলে নেওয়ার জন্য অনুরোধ করা হয়। যেহেতু সোনারপুর জংশন স্টেশন, এই অবরোধের ফলে শিয়ালদা দক্ষিণ শাখায় বজবজ লোকাল ছাড়া সব ট্রেন চলাচল ব্যাহত হয়েছে। এর ফলে ক্যানিং, ডায়মন্ড হারবার, লক্ষ্মীকান্তপুর সহ সব শাখার প্রায় প্রত্যেক স্টেশনেই ট্রেন দাঁড়িয়ে রয়েছে।
রাজ্যে জাতীয় মানবাধিকার কমিশনের প্রতিনিধি দল। ভোট পরবর্তী হিংসা খতিয়ে দেখতে রাজ্যে ৭ সদস্যের প্রতিনিধি দল এসেছে। পশ্চিমবঙ্গে এল রাজীব জৈনের নেতৃত্বে ৭ সদস্যের প্রতিনিধি দল। অভিযোগকারীদের সঙ্গে কথা বলবেন প্রতিনিধি দলের সদস্যরা।