Raiganj Medical College:চিকিৎসায় গাফিলতির অভিযোগ ঘিরে তুলকালাম বাধল রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে
ABP Ananda LIVE: পেটের ব্যথায় কাতরাচ্ছে দেড় বছরের শিশু। তার চিকিৎসায় মন না দিয়ে মোবাইল ফোনে ক্রিকেটে মগ্ন চিকিৎসকরা।এমনই অভিযোগ ঘিরে তুলকালাম বাধল রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে। একে অপরের বিরুদ্ধে মারধরের অভিযোগ করেছে রোগীর পরিবার ও হাসপাতাল কর্তৃপক্ষ। আউটডোর বন্ধ করে আন্দোলনের জেরে শুরু হয়েছে রোগী-হয়রানি।
মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে জবরদখলের অভিযোগ শুভেন্দুর। 'কালীঘাটে নালার জমি দখল করে মিটিং হল তৈরি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতাকে দেখে সুজিত বসু দত্তাবাদে জলাভূমি বুজিয়ে ফেলেছেন'। নজিরবিহীন আক্রমণ শুভেন্দুর। মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেই আসানসোলে আরএসএস কার্যালয়ে নোটিস। আরএসএস কার্যালয়ে নোটিস পাঠাল আসানসোল পুরসভা। ব্লিডিং প্ল্যান-সহ একাধিক নথি চেয়ে পাঠাল আসানসোল পুরসভা।৭ দিনের মধ্যে আরএসএস কার্যালয় সংক্রান্ত সমস্ত তথ্য জমা দেওয়ার নির্দেশ। পুকুর ভরাট করে সঙ্ঘের কার্যালয় তৈরির অভিযোগ, তদন্তে পুরসভা-প্রশাসন। গতকাল সঙ্ঘের কার্যালয়ে যায় পুরসভা ও ভূমি রাজস্ব দফতরের প্রতিনিধিরা। শুক্রবার সকাল থেকে রামপুরহাট, বোলপুরে রাস্তার উপরে থাকা অবৈধ কাঠামো ভাঙার কাজ চলছে। বুলডোজার দিয়ে রামপুরহাট থেকে তারাপীঠ যাওয়ার রাস্তায় চলছে অভিযান। ২ জায়গাতেই মোতায়েন পুলিশবাহিনী। অন্য়দিকে গড়িয়াহাটে রাস্তার হকারদের সমীক্ষা চালালেন মেয়র পারিষদ দেবাশিস কুমার। ABP Ananda Live