Raigunj: রায়গঞ্জে ভোটের পরদিনও সন্ত্রাস! আক্রান্ত বাম-কংগ্রেস জোটের পোলিং এজেন্ট
ABP Ananda LIVE: রায়গঞ্জে ভোটের দিন অশান্তি, পরদিনও সন্ত্রাস! ভোটের পরদিন আক্রান্ত বাম-কংগ্রেস জোটের পোলিং এজেন্ট । বাড়ির কাছেই রাস্তায় ফেলে বেধড়ক মারধরের অভিযোগ । তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ বাম-কংগ্রেসের । গতকাল বুথে ভুয়ো ভোটার ধরায় আজ হামলার অভিযোগ
সৌগত রায়ের পর এবার মদন মিত্র হুমকি ফোন পেলেন। তৃণমূল সাংসদের পর এবার তৃণমূল বিধায়ককে হুমকি ফোন। মাঝরাতে মদনের কাছে ফোন আসে বলে জানা গিয়েছে। ফোনে গুলি করে মেরে ফেলার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। বলা হয়, "গুলি করলে কে বাঁচাবে?" এবিপি আনন্দে সেই নিয়ে মুখ খুললেন মদন। জানালেন, এর নেপথ্যে অর্জুন সিংহ থাকতে পারে বলেও। (Madan Mitra)
এর আগে, মাঝরাতে ৩.৩০ নাগাদ সৌগতর কাছে হুমকি ফোন আসে বলে জানা যায়। জয়ন্ত সিংহকে না ছাড়ালে গুলি করা হবে বলে হুমকি দেওয়া হয় তাঁকে। সেই রেশ কাটতে না কাটতেই এবার হুমকি ফোন এল মদনের কাছে। মদনের বক্তব্য, "হঠাৎ ১২টা বেজে ১৯-এ ফোন আসে। আমি সব ফোন ধরি। সাধারণত আমি ১২টায় ঘুমাই না। আরও পরেি ঘুমাই। ঘুম আসে না। ঘুমের ওষুধ খেতে হয়। আমি অসুস্থ।"