Weather: জ্যৈষ্ঠেও ঘূর্ণাবর্তের ভ্রুকুটি, সপ্তাহ জুড়ে রাজ্যে ঝড়-বৃষ্টির সম্ভাবনা
জ্যৈষ্ঠেও ঘূর্ণাবর্তের ভ্রুকুটি। তার জেরে সপ্তাহ জুড়েই রাজ্যে ঝড়-বৃষ্টির সম্ভাবনা (Rain)। কলকাতা-সহ দক্ষিণবঙ্গে সকালে গরম, দিনভর অস্বস্তি বজায় থাকবে। বিকেল বা সন্ধেয় ঝড়-বৃষ্টি হতে পারে। শনিবার পর্যন্ত চলবে এই পরিস্থিতি। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আজ ও কাল ঝড়-বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিও হতে পারে। ৫০-৬০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। উত্তরবঙ্গের কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, ঝাড়খণ্ডে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। সাগর থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে। একইসঙ্গে সক্রিয় দক্ষিণ-পশ্চিমা বাতাস। এর প্রভাবেই রাজ্যে হাওয়া বদল।