Weather : ঝেঁপে নামবে বৃষ্টি, ভিজবে কোন কোন জেলা ?

Continues below advertisement

আবহাওয়ার (Weather Change) গতি-প্রকৃতিতে বড়সড় বদল। রাজ্যজুড়ে শিলাবৃষ্টি (Hail Strom), ঝোড়ো দমকা (Wind Gust) হাওয়া থেকে কালবৈশাখী, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা। সোমবার পর্যন্ত রাজ্যে দুর্যোগপূর্ণ আবহাওয়া চলবে বলেই আশঙ্কা। আলিপুর আবহাওয়া অফিস (Alipore Metrological Office) সূত্রে খবর, আজ উত্তরবঙ্গে শিলাবৃষ্টি, কাল দক্ষিণবঙ্গে শিলাবৃষ্টির আশঙ্কা। পাশাপাশি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে রাজ্যের সব জেলাতে। সঙ্গে বইতে পারে দমকা ঝড়ো হাওয়া। বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় হতে পারে কালবৈশাখী। আগামী কয়েকদিনের দুর্যোগপূর্ণ আবহাওয়ার কথা মাথায় রেখে খোলা হয়েছে কন্ট্রোল রুমও। যেখানের দুটি নম্বর হল 8900793503 ও 8900793504।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram