CV Ananda Bose: রাজ্যপালের বিরুদ্ধে ওঠা শ্লীলতাহানির অভিযোগ খণ্ডন রাজভবনের, সরাসরি মুখ্যমন্ত্রীকে নিশানা | ABP Ananda LIVE

Continues below advertisement

রাজ্যপাল সি ভি আনন্দ বোসের বিরুদ্ধে ওঠা শ্লীলতাহানির অভিযোগ খণ্ডন করল রাজভবন। একটি তদন্ত রিপোর্ট প্রকাশ্যে এনে দাবি করা হয়েছে, অভিযোগকারিণীর অভিযোগের সত্যাসত্য যাচাই করতে ৮ জন সাক্ষীর সঙ্গে কথা বলা হয়েছে। তারই ভিত্তিতে রিপোর্টটি তৈরি করেছেন পুদুচেরি জুডিশিয়াল সার্ভিসের নগর এবং দায়রা আদালতের অবসরপ্রাপ্ত বিচারক ডি রামাবাথিরন। গত ২ মে, রাজ্যপালের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনেছিলেন রাজভবনের অস্থায়ী এক মহিলা কর্মী। ওই দাবির কোনও সারবত্তা নেই বলে উল্লেখ করা হয়েছে রিপোর্টে। যদিও তৃণমূলের তরফে গোটা বিষয়টিকে আবর্জনা বলে কটাক্ষ করা হয়েছে।

রাজ্য রাজভবন সংঘাত অব্যাহত, সরাসরি মুখ্যমন্ত্রীকে নিশানা। রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ, খণ্ডন করল রাজভবন। 'দুর্নীতি থেকে হিংসা, বিভিন্ন ইস্যুতে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সরব রাজ্যপাল। সেজন্য সাধারণ মানুষের টাকা খরচ করে রাজ্যপালের বিরুদ্ধে সাজানো অভিযোগ', পুদুচেরির অবসরপ্রাপ্ত বিচারকের রিপোর্টকে তুলে ধরে বিবৃতি রাজভবনের। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram